ফোর্বসের ১০ ধনী নায়কদের তালিকায় বলিউডের একমাত্র অক্ষয় কুমার

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের তারকাখচিত নায়কদের মাঝে ফের স্থান করে নিলেন ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার। বিশ্ব বিখ্যাত পত্রিকা ফোর্বস প্রতি বছর বিশ্বের নানা ক্ষেত্রে ধনীদের নামের তালিকায় প্রকাশ করে থাকে। এবছর বিশ্বের ১০ ধনী নায়কদের নামের তালিকায় হলিউডের মধ্যে একমাত্র বলিউড নায়ক অক্ষয় কুমার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন। যদিও ২০১৯ সালে তিনি চতুর্থ স্থানে ছিলেন। অর্থাৎ দুধাপ পতন ঘটেছে তাঁর।

বিশ্বের যে ১০ জন ধনী নায়কদের নামের তালিকা প্রকাশ করেছে তাতে দশম স্থানে আছেন জ্যাকি চ্যান। হংকং থেকে উঠে আসা এই অভিনেতা হলিউডে কৃতিত্বের সঙ্গে জায়গা‌ করে নিয়েছেন। বর্তমানে তাঁর বাৎসরিক আয় ৪০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২৯৯ কোটি টাকা। ড্রাঙ্কেন মাস্টার, সাংহাই নুন, ক্যারাটে কিড, দ্য মিথের মতো অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন।

অ্যাডাম স্যান্ডলার আছেন নবম স্থানে। মার্কিন এই অভিনেতা কমেডিয়ান হিসাবে খ্যাত। সেই সঙ্গে তিনি একজন স্ক্রিন রাইটার। তাঁর বাৎসরিক আয় ৪১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩০৬ কোটি টাকা।

উইল স্মিথ আছেন অষ্টম স্থানে। স্মিথের বিখ্যাত সিনেমা ‘আই এম লিজেন্ড’ বর্তমান করোনা সময়কে মনে করিয়ে দিচ্ছে। তাঁর বাৎসরিক আয় ৪৪.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

ম্যানুয়াল মিরান্ডা, বিখ্যাত এই অভিনেতা, নাট্যকার, সুরকার রয়েছেন সপ্তম স্থানে। তাঁর আয় ৪৫.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪০ কোটি টাকা।

ষষ্ঠ স্থানে আছেন বলিউডের অক্ষয় কুমার। অ্যাকশন ও কমেডি হিরো হিসাবেই তিনি খ্যাত। তাঁর বাৎসরিক আয় ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩৬২ কোটি টাকা।

পঞ্চম স্থানে আছেন ভিন ডিজেল। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত এই অভিনেতা। বাৎসরিক আয় ৫৪ মিলিয়ন ডলার।ভারতীয় মুদ্রায় প্রায় ৪০৩ কোটি টাকা।

চতুর্থ স্থানে আছেন,বেন আফ্লেক। তিনি একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক। বাৎসরিক আয় ৫৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪১১ কোটি টাকা।

তৃতীয় স্থানে আছেন মার্ক ওয়ালবারগ। নেটফ্লিক্সে তাঁর ছবি কমেডি স্পেনসার কনফিডেনসিয়াল দর্শকদের দ্বারা তৃতীয় সর্বাধিক দেখা ছবি। তাঁর বাৎসরিক আয় ৫৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে আছেন রায়ান রেনল্ডস। নেটফ্লিক্সের গ্লোডেন বয় বলা হচ্ছে তাকে। রেড নোটিশ ছবি থেকে আয় করেছেন ২০ মিলিয়ন ডলার। নেটফ্লিক্সের ছবি সিক্স আন্ডার গ্ৰাউন্ড থেকে আয় করেছেন ৮৭.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫৪ কোটি টাকা।

প্রথম স্থানে আছেন দ্য রক খ্যাত ডোয়েন জনসন। বাৎসরিক আয় ৮৭.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫৪ কোটি টাকা।‌ কিছুদিন আগেই আক্রান্ত হয়েছিলেন স্ত্রী কন্যা সহ করোনায়। বর্তমানে সুস্থ আছে একসময়ের রেসলিং রিং কাঁপানো এই বিখ্যাত অভিনেতা।