ঋণ থেকে বাড়ি, বাজেটের ১০টি পয়েন্ট, যা জড়িয়ে রয়েছে আমজনতার দৈনন্দিন জীবনে

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটকে ঘিরে দেশের প্রতিটি মানুষের মধ্যেই প্রথম থেকেই ছিল প্রত্যাশা। বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই বাজেট পেশ করে। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট থেকে যে সকল ঘোষণা হয়েছে তার মধ্যে ১০টি ঘোষণা যা সরাসরি প্রভাব ফেলবে আমজনতার উপর।

১) বাজেটে এবার কর ছাড়ের সর্বোচ্চ সীমা বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা। এই কর ছাড় বিপুলভাবে স্বস্তি দেবে মধ্যবিত্তদের।

২) রেল বাজেটের ক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা রেল বাজেটের ইতিহাসে সর্বোচ্চ। রেলকে সাজিয়ে তোলার জন্য এবার রেল বাজেটের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।

৩) আবাস যোজনা প্রকল্পের জন্য ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আবাস যোজনা প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়ালো ৬৯ হাজার কোটি টাকা।

৪) পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। আগামী ৬ বছরে স্বাস্থ্য খাতে খরচ করা হবে প্রায় ৬১ হাজার কোটি টাকা। আত্মনির্ভর স্বাস্থ্য প্রকল্পের জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ২.৩৮ লক্ষ কোটি টাকা।

৫) বর্তমানে ব্যবসায়ীদের জন্য ২০ ধরনের আইডেন্টিটি কার্ড রয়েছে। এবার সরকারি ক্ষেত্রে প্যান কার্ডই মূল পরিচয় পত্র হিসাবে গ্রহণ করা হবে।

৬) হস্তশিল্পী থেকে কুটিরশিল্পীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য পিএম বিকাশ নামে একটি প্রকল্পের ঘোষণা করা হলো।

৭) কৃষি ক্ষেত্রে বিকল্প চাষে উৎসাহিত করার জন্য পিএম প্রণাম নামে একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। রাসায়নিক সারের ব্যবহার কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

৮) রাজ্য সরকারগুলিকে সুদবিহীন ঋণ দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

৯) আদিবাসী উন্নয়নের জন্য আগামী তিন বছরে ৩৮৮০০ শিক্ষক নিয়োগ করা হবে আদিবাসী পড়ুয়াদের জন্য। এছাড়াও ১৫ হাজার কোটি টাকা তপশিলিদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে।

১০) মহিলাদের স্বনির্ভর করার জন্য মহিলা সম্মানপত্র নামে একটি সঞ্চয় স্কিম আনছে কেন্দ্র। এতে দু বছরের জন্য টাকা রাখা যাবে এবং সর্বোচ্চ ২ লক্ষ টাকা রাখা যাবে। সুদ দেওয়া হবে ৭.৫% হারে।