মাত্র ৭৬৫ টাকাতেই রান্নার গ্যাস, উৎসবের মরশুমে মুখে হাসি আমজনতার

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। এই উৎসবের মরশুমে সবচেয়ে বড় উৎসব হল পশ্চিমবঙ্গে। এখানে বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। পশ্চিমবঙ্গে দুর্গোৎসব ছাড়াও দেশজুড়ে নবরাত্রি, দিওয়ালি সহ বিভিন্ন উৎসব রয়েছে। এই সকল উৎসবের দিকে তাকিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে।

উৎসবের মরসুম যেমন মানুষকে আনন্দ উপভোগ করিয়ে থাকে ঠিক তেমনি আবার আর্থিক দিক দিয়ে অনেক বেশি খরচ হয়। নতুন জামা কাপড় থেকে শুরু করে জিনিসপত্র সবকিছু কেনার কারণে অনেক টাকা খরচ হয়ে থাকে। এই পরিস্থিতিতে গ্রাহকরা তাদের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর খরচ কমাতে পারেন ৩০০ টাকা বা তার বেশি। এতে অনেকটাই স্বস্তি মিলবে গৃহস্থালিদের।

৩০০ টাকা বা তার বেশি কমে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে ১০ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডার আনা হয়েছে। এই রান্নার গ্যাসের সিলিন্ডার কেনার পরিপ্রেক্ষিতে যেমন খরচ কম হবে ঠিক তেমনি আবার অনেক সুবিধার রয়েছে। যেমন এই গ্যাস সিলিন্ডার বহন করার ক্ষেত্রে রয়েছে সুবিধা, এর পাশাপাশি এই গ্যাস সিলিন্ডার কিনলে তাতে কত পরিমাণ গ্যাস অবশিষ্ট রয়েছে তা খুব সহজে দেখা যায়।

ইন্ডিয়ান অয়েলের এই গ্যাস সিলিন্ডারগুলিকে বলা হয় কম্পোজিট গ্যাস সিলিন্ডার। এই ধরনের ১০ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার রিফিল করতে সেপ্টেম্বর মাসে গ্রাহকদের কলকাতায় খরচ হচ্ছে ৭৬৫ টাকা। হিসাব অনুযায়ী ৪.২ কেজি ওজন কম হলেও এক ধাক্কায় খরচ করার থেকে কম টাকা খরচ করে এই সুবিধা পাওয়া যায়।

এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি বর্তমানে বাজারে চালু থাকা লোহার গ্যাস সিলিন্ডারের তুলনায় অনেক হালকা এবং সুরক্ষিত। এই গ্যাস সিলিন্ডারগুলি এক জায়গা থেকে অন্য জায়গার সহজেই নিয়ে যাওয়া যায় এবং সুরক্ষার দিক থেকেও এমন ব্যবস্থা আনা হয়েছে যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম।