সামনেই বিধানসভা, মাটি শক্ত করতে ১০০ পরিবারকে টানলো তৃণমূল

লাল্টু : লোকসভা ভোটে তৃণমূলের ৪২ এ ৪২ টার্গেট থাকলেও সেই টার্গেটে থাবা দেয় বিজেপি। বিজেপি বঙ্গে ১৮ টি আসনে পদ্ম ফোটায়, আর তৃণমূলকে থামতে হয় ২২ শে। তারপর থেকেই তৃণমূল ছেড়ে একের পর এক নেতাকর্মীরা ভীড় বাড়াতে শুরু করেন বিজেপিতে। শুধু তৃণমূল নয় অন্যান্য রাজনৈতিক দল থেকেও নেতাকর্মীরা ছুটে আসেন বিজেপিতে। দলছুট সামলাতে আসরে নামতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও, দলে নতুন স্ট্রাটেজিকার নিয়োজিত হয় প্রশান্ত কিশোর।

সময় গড়ানোর সাথে সাথে আবার পরিবর্তন শুরু হয়, একের পর এক জায়গা থেকে ঘর ওয়াপসি ঘটে দলছুটদের। এমনকি সামনে বিধানসভা ভোটকে পাখির চোখ করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও দলে টানা শুরু করে তৃণমূল। এছাড়াও মাসখানেক আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন পুজোর পর জেলায় হাজার হাজার মানুষকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করাবেন।

দল পরিবর্তনের এই হাওয়াই আজ দুবরাজপুরের যশপুর এলাকায় ১০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। দলে আসা এই সকল পরিবারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন যশপুর তৃণমূল অঞ্চল সভাপতি মোজাম্মেল হক।

মোজাম্মেল হক জানান, “আজ আমাদের গান্ধীজীর সার্ধশতবর্ষ এবং এনআরসির বিরুদ্ধে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল থেকেই ওই ১০০ টি পরিবারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। আগামী দিনেও পার্শ্ববর্তী অনেক এলাকা থেকে বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে।”