এই ১১টি রেলস্টেশন ভারতের সবচেয়ে নোংরা রেলস্টেশন, যেতে গা ঘিনঘিন করে

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে গণপরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। প্রতিদিন দেশের বিভিন্ন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন স্টেশনে চড়েন এবং সেখান থেকে নিজেদের গন্তব্যে রওনা দেন। ভারতীয় রেলের তরফ থেকে এই সকল স্টেশনগুলি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। তবে দেশে এমন ১১টি রেলস্টেশন রয়েছে যেগুলি সবচেয়ে নোংরা রেলস্টেশন হিসেবে পরিচিত।

১) ওতাপ্পালাম রেলওয়ে স্টেশন : এটি দক্ষিণ ভারতের অন্যতম নোংরা রেলওয়ে স্টেশন। উল্লেখযোগ্য বিষয় হলো এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত কেরলে। ভারতীয় রেলওয়ের রেল স্বচ্ছ পোর্টাল অনুযায়ী এটি দেশের সবচেয়ে নোংরা রেলওয়ে স্টেশন।

২) শাহগঞ্জ রেলওয়ে স্টেশন : এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত উত্তর প্রদেশে। যেখানে বহু রেলওয়ে স্টেশন স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হলেও শাহগঞ্জ রেলওয়ে স্টেশনটিকে নোংরা রেলওয়ে স্টেশন হিসেবেই বলা হয়ে থাকে। কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ারের মত অনুযায়ী এটি নোংরা রেলওয়ে স্টেশন। উত্তরপ্রদেশের মথুরা এবং কানপুর রেলওয়ে স্টেশনকেও এই নোংরা রেলওয়ে স্টেশনের আওতায় ধরা হয়।

৩) দিল্লি স্টেশন : রেল স্বচ্ছ পোর্টালের তালিকা অনুযায়ী দিল্লি রেলওয়ে স্টেশনও নোংরা রেল স্টেশনের তালিকায় রয়েছে। আবর্জনা এবং নিষ্কাশনের সমস্যা রয়েছে এখানে।

৪) পেরুঙ্গালাথুর রেল স্টেশন : তামিলনাড়ুর এই রেল স্টেশনে রেললাইন থেকে শুরু করে সব জায়গায় নোংরা আর নোংরা চোখে পড়ে। এখানে যেতে যাত্রীদের গা ঘিনঘিন করে আর সেই কারণে অনেকেই এই রেলস্টেশন এড়িয়ে অন্যত্র ট্রেন ধরেন।

৫) পাটনা রেলওয়ে স্টেশন : এই রেলস্টেশনে যারা যাতায়াত করেন তাদের ৬০ শতাংশের বেশি মানুষ নোংরা রেলস্টেশনের আখ্যা দিয়েছেন।

এছাড়াও দেশের নোংরা রেলস্টেশনের তালিকায় আরও যে সকল স্টেশন রয়েছে সেগুলি হল মুজফফরপুর ও আরারিয়া কোর্ট রেলওয়ে স্টেশন, উত্তর প্রদেশের ঝাঁসি ও বরেলি রেলওয়ে স্টেশন এবং তামিলনাড়ুর ভেলাচেরি ও গুডুভানচেরি রেলওয়ে স্টেশন।