ফের ২০ হাজার পার আক্রান্ত, আশার আলো সুস্থ হয়ে ওঠার সংখ্যায়

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় কোনরকম বিরতি নেই। প্রতিদিনই লাগামছাড়া আক্রান্তের সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে। আর শুক্রবার সেই একই ছবি ধরা পড়লো। এদিনও নতুন করে করোনা আক্রান্ত হলেন ২০ হাজারের বেশি মানুষ। তবে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা।

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে শুক্রবার করোনা সংক্রান্ত যে নথি পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। আর এই বিপুলসংখ্যক আক্রান্তের পরেই রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লক্ষ ৯৪ হাজার ৮০২।

পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৩১ জন। বর্তমানে রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৯ লক্ষ ৫০ হাজার ১৭। অন্যদিকে মৃতের সংখ্যা রাজ্যে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ১৩৬ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৯৩ জন। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭৯২।

[aaroporuntag]
আক্রান্তের সংখ্যার নিরিখে অন্যান্য দিনের মতোই বিপুল সংখ্যক করোনা রোগী নজরে এসেছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম সহ অন্যান্য জেলায়। আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কম নজরে এসেছে কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রাম জেলায়।