LPG New Rate: জুনের শুরুতেই সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই বিভিন্ন ক্ষেত্রে নানান পরিবর্তন আনা হয়। এই সকল পরিবর্তনের ফলে বিভিন্ন জিনিসের দাম কমতে দেখা যায় অথবা বাড়ে। প্রতিমাসে দাম বাড়া কমার তালিকায় প্রথমেই যেটির নাম আসে তা হল রান্নার গ্যাস (Cooking Gas)। প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। মূলত আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে দেশীয় বাজারে দাম নির্ধারণ করা হয়।

অন্যান্য মাসের মতো জুন মাসে রান্নার গ্যাসের পিছনে কত খরচ করতে হবে তা জানানো হয়েছে অয়েল মার্কেটিং সংস্থার তরফ থেকে। রান্নার গ্যাসের (LPG New Rate) জন্য নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী সিলিন্ডার প্রতি দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। তবে এই দাম কমেছে মূলত ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের (19 KG Commercial LPG Cylinder Price) ক্ষেত্রে।

বাণিজ্যিকভাবে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৮৫ টাকা দাম কমানো হয়েছে। জুন মাসের ১ তারিখ থেকে নতুন দাম ধার্য হবে। তবে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার অর্থাৎ গৃহস্থালিদের জন্য ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। জুন মাসে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের পিছনে সেই টাকায় খরচ করতে হবে যা আগের মাসে খরচ করতে হয়েছিল।

বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৮৫ টাকা কমার পর এখন কলকাতার বাসিন্দাদের ১৮৭৫.৫০ টাকা খরচ করতে হবে সিলিন্ডার প্রতি। এর আগে অর্থাৎ গত মাসে সিলিন্ডার প্রতি খরচ করতে হয়েছিল ১৯৬০.৫০ টাকা। বাণিজ্যিকভাবে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন জায়গার মালিকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

আবার অন্য দিক দিয়ে ভাবলে বাণিজ্যিকভাবে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার প্রতি দাম কমে যাওয়ার ফলে পরোক্ষভাবে উপকৃত হবেন সাধারণ মানুষও। কারণ রান্নার গ্যাস সহ বিভিন্ন কাঁচামালের দাম বাড়লেই দাম বাড়তে দেখা যায় খাবার দাবারের। সেক্ষেত্রের দাম কমার সম্ভাবনা না থাকলেও অন্ততপক্ষে দাম বাড়বে না এমনই আশা করা যায়।