এবার দুদিন সরস্বতী পূজো! রইলো পুজোর দিনক্ষণ ও নির্ঘণ্ট

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরু। আর এখন থেকেই বাঙালি ছাত্রছাত্রীদের অপেক্ষা শুরু সরস্বতী পুজোর। সরস্বতী বন্দনা করে সেদিন ছাত্রছাত্রীরা বিদ্যার দেবী কাছ থেকে বিদ্যার আশীর্বাদ চেয়ে নেয়, আর তার সাথেই চায় উজ্জ্বল ভবিষ্যত। এদিন ছাত্রছাত্রীদের পড়াশোনা থাকে ছুটি। তবে বর্তমানে অবশ্য এই দিনটি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও বিবেচিত হয়। বাণী বন্ধনা সাথে শাড়ি পাঞ্জাবিতে সেজেগুজে বন্ধুদের সাথে সময় কাটানো কিংবা প্রেম।

দেখে নাওয়া যাক এইবার সরস্বতী পুজোর নির্ঘণ্ট

১৪২৬ সাল, ইংরেজিতে ২০২০ সালের ২৯ শে জানুয়ারি, বাংলায় ১৪ ই মাঘ সকাল ৮ টা ৪৭ মিনিটে পুজোর সময় শুরু হচ্ছে, তিথি শেষ হবে ৩০ শে জানুয়ারি, ১৫ ই মাঘ সকাল ১০ টা ৫৬ মিনিটে। অর্থাৎ এই বছর দুইদিন সরস্বতী পুজোর তিথি পড়েছে।

তবে সরস্বতী পুজোর আগেও বাঙালির কিছু পার্বণ আছে, এক নজরে জেনে নাওয়া যাক সেগুলি কি –

• ২৩ শে জানুয়ারি বাংলার অনেক ঘরে রটন্তীকালী রূপে হবে কালী আরাধনা।
• মাঘ মাসের চতুর্থীতে অর্থাৎ ২৮ শে জানুয়ারি, গণেশ বন্দনার তিথি আছে।

সরস্বতী পুজোর পরই ৯ মার্চ আছে বসন্ত উৎসব অর্থাৎ দোল। শীতের মরশুমে উৎসবে গা ভাসাতে প্রস্তুত বাঙালি।