ফেব্রুয়ারিতে ২৮ দিনের মধ্যে ১০ দিনই ব্যাঙ্ক বন্ধ, তালিকা দেখে করুন কাজ

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মতো দেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে ব্যবহার বৃদ্ধি পেলেও ব্যাংকের শাখার গুরুত্ব সব সময় গ্রাহকদের কাছে অপরিসীম। বিভিন্ন কারণে প্রতিদিনই কোন না কোন গ্রাহককে তাদের ব্যাংকের শাখায় যেতে হয়। ব্যাংকের শাখায় গিয়ে ব্যাংক বন্ধ থাকার কারণে গ্রাহকরা যাতে ভোগান্তির শিকার না হন তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রতি বছর প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সেই রকম ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা ছুটির তালিকা থেকে জানা যাচ্ছে, দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানের কারণে ফেব্রুয়ারি মাসে ২৮ দিনের মধ্যে ১০ দিন বন্ধ থাকবে ব্যাংক। যদিও এই ছুটির তালিকা প্রতিটি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা।

ফেব্রুয়ারি ৫ – হজরত আলি জন্মজয়ন্তী এবং রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ১১ – দ্বিতীয় শনিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ১২ – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ১৫ – লুই-এনগাই-নি (হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ১৮ – মহাশিবরাত্রি (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ১৯ – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ২০ – রাজ্য দিবস (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ২১ – লোসার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ২৫ – তৃতীয় শনিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।

ফেব্রুয়ারি ২৬ – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।