ডায়রিয়া প্রকোপে হাসপাতালে ভর্তি ২৫ জন

অমরনাথ দত্ত : বীরভুমের বোলপুর থানার অন্তর্গত কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটিকুড়ি গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ইতিমধ্যেই ২৫ জন গ্রামবাসী অসুস্থ হয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।

গত তিনদিন ধরে ওই গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। একের পর এক গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।তবে কিভাবে এই ডায়রিয়া ছড়ালো তা নিয়ে এখনো পর্যন্ত কোন রকম রিপোর্ট পাওয়া যায়নি। ফলতো গ্রামবাসীদের চোখেমুখে আতঙ্কের ছায়া।

গ্রামবাসীরা জানান, এলাকায় রয়েছে ৫০ থেকে ৬০ টি পরিবার। তারা প্রত্যেক এই এলাকার একটি পুকুরের জল ব্যবহার করেন। পাশাপাশি ব্যবহার করেন জার্মান প্রকল্পের জল। কিন্তু কেন এই রোগ ছড়ালো তা নিয়ে তারা সন্দিহান।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসকদের তরফ থেকেও ডায়রিয়ার প্রকোপ কারণ হিসাবে এখনো পর্যন্ত কিছু পরিষ্কার করে বলা হয়নি। রোগীদের বক্তব্য, ডাক্তাররা এখনো পর্যন্ত কিছু জানাচ্ছেন না।