বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এই সকল জেলায়

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের শুরু থেকে রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে তরতরিয়ে। এখন থেকেই নাজেহাল অবস্থা হতে শুরু করা যাচ্ছে বাসিন্দাদের। এমত অবস্থায় স্বস্তি পেতে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন বৃষ্টির দিকে। গত সপ্তাহের শনিবার হাওয়া অফিস বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও তা হয়নি। তবে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

অসম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করার পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। এই বিপুল পরিমাণ জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করার কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে সেই সকল জেলাগুলি হল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ায়। এই সকল জেলায় বৃষ্টির দেখা মিললেও সেই বৃষ্টি অবশ্য খুব একটা জোরালো লক্ষ্য করা যাবে না বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এই সকল জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা পর হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে আগামী দুদিন পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন তাপমাত্রার তেমন কোনো হেরফের না হলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এরপরেই বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের উপ মহা নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী দুদিন শুষ্ক থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি দু’দিন পর বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।