৩৫ কেজি পশমে নিজেই নাজেহাল ভেড়া, আশ্চর্য ঘটনার সাক্ষী বিশ্ব

নিজস্ব প্রতিবেদন : ভেড়ার গা থেকে পশম পাওয়া যায়, এ তো কারোর অজানা নয়। তবে কোনো ভেড়ার গা থেকে ৩৫ কেজি পশম পাওয়া যেতে পারে তা হয়তো অবিশ্বাস্য। তবে এমনই ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। যা বিশ্বের বাসিন্দাদের আশ্চর্য করার পাশাপাশি নাজেহাল অবস্থা থেকে মুক্তি মিলেছে ভেড়াটির।

ভেড়ার গা থেকে পশম তুলে নেওয়া নিয়ে সমাজে নানান ধরনের মন্তব্য লক্ষ্য করা গেলেও চিকিৎসকেরা বলে থাকেন বছরে অন্তত একবার তাদের গা থেকে পশম তুলে নেওয়া উচিত। আর এই পশম তোলা না হলে হতে পারে ভিডিওতে দেখতে পাওয়া ভেড়াটির মত অবস্থা। শরীরে অতিরিক্ত পশম তৈরি হলে পশমের ওজন নাজেহাল করে ভেড়াদের। উঁচুতে ওঠার থেকে নানান ধরনের কষ্ট পেতে হয় তাদের।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ৬০ কিলোমিটার দূরে গভীর অরণ্য এজার মিশনস ফার্ম স্যাংচুয়ারির কাছে একটি ভেড়ার খোঁজ পাওয়া যায়। যে ভেড়াটির গায়ে ৩৫ কেজি পশম তৈরি হয়েছিল। পশমের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে ওজন নিয়ে ওই ভেড়াটির নাজেহাল অবস্থা হওয়ার পাশাপাশি চোখেও সে ঠিকঠাক দেখতে পাচ্ছিল না চোখ ঢাকা পড়ে যাওয়ার কারণে। ওই ভেড়াটিকে এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

[aaroporuntag]
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের তরফ থেকে জানানো হয়, ভেড়াটির গা থেকে বেশ কয়েক বছর ধরে পশম ছেঁটে ফেলা হয়নি। যে কারণে সেই পশমের পরিমাণ এতটাই বেড়ে যায় যে ওজন দাঁড়ায় ৩৫ কেজির বেশি। অথচ পশমের ওজনের তুলনায় তার চেহারা অনেক কম। এর পরেই ওই ভেড়ার গা থেকে পশম তুলে নেওয়া হয়।