করোনার থাবা সিউড়ি সংশোধনাগারে, স্যানিটাইজ করা হলো এলাকা

হিমাদ্রি মন্ডল : রাজ্যের পাশাপাশি বীরভূমেও দিনের পর দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এবার এই করোনার থাবা বসালো সিউড়ি সংশোধনাগারে। ইতিমধ্যেই সংশোধনাগারের বেশ কয়েকজন বন্দি করোনা আক্রান্ত। সংখ্যাটা ৩৪ বলে জানা গিয়েছে। এই বন্দীরা সদ্য বাইরে থেকে সংশোধনাগারে আসেন বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা যায়, সিউড়ি সংশোধনাগারের ২০০ জন মত বন্দীর নমুনা পরীক্ষার পর দেখা যায় ৩৪ জন আক্রান্ত হয়েছেন করোনাই। যাদের রিপোর্ট আছে গত সোমবার। এরপর মঙ্গলবার সংশোধনাগার চত্বর স্যানিটাইজ করা হয় সিউড়ি পৌরসভার তরফ থেকে। তবে এই করোনা আক্রান্তরা প্রত্যেকেই উপসর্গহীন বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

দেশের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই সংশোধনাগারে আসা নতুন বন্দীদের ১৪ দিনের জন্য আলাদা করে আসলে জেনে রাখার ব্যবস্থা শুরু করা হয়। ফলে যারা বর্তমানে আক্রান্ত হয়েছেন তারা প্রত্যেকে আইসোলেশনে ছিলেন বলেও জানা যায়। যে কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম বলে মনে করছেন কর্তারা। তবে তারা কোথাও কোনরকম খামতি রাখতে চাইছেন না। যদিও সংশোধনাগারে বন্দীদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বারুইপুরে একদিনে ১৫ জন বন্দি করোনা আক্রান্ত হয়েছিলেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের গত ৩ আগস্টের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমের নতুন করে করোনা আক্রান্ত হন ৪৯ জন। যার পরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৬২। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বর্তমানে ৪৫৭। বীরভূমে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। আর এসবের পর জেলায় বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯৯।