রাস্তায় ৪-৬ ফুট জল, পুজোর আগে গৃহবন্দী বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদন : রাতভর বৃষ্টিতে নাজেহাল রামপুরহাটের ১৬ নাম্বার ওয়ার্ডের চাকলামাঠ এলাকার বাসিন্দাদের। রাস্তায় জল জমেছে স্থান বিশেষে ৪ থেকে ৬ ফুট। গৃহবন্দী হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি বাসিন্দাদের অভিযোগ পৌরসভার তরফ থেকে কোনরকম ব্যবস্থা গ্রহণ হয়নি জল বের করার জন্য।

বীরভূমের রামপুরহাট পৌরসভার এই এলাকায় অন্যান্য এলাকা থেকে জল এসে জমেছে বলে অভিযোগ। আর এই জল জমার জন্য স্থানীয় বাসিন্দারা দায়ী করেছেন পৌরসভার নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থাকে। স্থানীয়দের আশঙ্কা, আরও বাড়তে পারে জল। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্যদের এক স্থান থেকে অন্যস্থানে যেতে দূর্ভোগে পড়তে হচ্ছে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে একই ছবি।

এলাকার স্থানীয় বাসিন্দা অমল ঘোষ জানান, “রাস্তায় হঠাৎ জল বাড়ায় আমরা যাতায়াতের সমস্যায় পড়েছি। পৌরসভা তরফ থেকে এখনো জল বের করার জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ হয়নি। জল আরো বাড়ার আশঙ্কা রয়েছে।”

অন্যদিকে রামপুরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকার জানান, “জমা এই জল ঝাড়খন্ড এলাকার। অন্যান্য বছর যে পরিমাণে জল বাড়ে তা এখনো বাড়েনি। ক্যানেলের কাজ হওয়ায় জল বাড়া অনেকটাই বন্ধ করা গিয়েছে। জল আরও বাড়লে অবশ্যই ব্যবস্থা গ্রহণ হবে।”