‘অয়ি গিরি নন্দিনি’-তে নেচে ভাইরাল ৪ বছরের আরোহী

নিজস্ব প্রতিবেদন : কোন মানুষের মধ্যে যে কি প্রতিভা লুকিয়ে রয়েছে তা আগে থেকে অনুমান করা যায় না। সঠিক সময় এলে তার প্রকাশ ঘটে। ঠিক যেমন ব্যারাকপুরের মেয়ে আরোহীর ক্ষেত্রে হয়েছে। মায়ের কাছে নাচ শিখে সে ইতিমধ্যেই দুই বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে।

চার বছরের ছোট্ট মেয়ে আরোহী ঘোষ, ব্লুমিং বিডস ডে স্কুলের আপার বেবি ক্লাসের ছাত্রী। পড়াশোনা নিয়েই যার বেশিরভাগ সময় কাটে।

করোনার দমবন্ধকর পরিস্থিতিতে সব স্কুল বন্ধ। এইসময় খানিকটা বিনোদনের জন্যই আরোহীর মা তাকে নাচ শেখানোর কথা ভেবেছিলেন। কিন্তু সময় কাটানোর জন্য নিছক বিনোদনের উদ্দেশ্যে যে নাচ শেখানো তাই যে পরবর্তীতে মেয়ের পরিচয় হয়ে উঠবে তা তিনি আন্দাজ করতে পারেননি। নাচের মধ্য দিয়ে যে মেয়ের প্রতিভার প্রকাশ পাবে তা তিনি বুঝতে পারেন নি ‌প্রথম দিকে। মেয়ের প্রতিভা তিনি লক্ষ্য করলেন পাঁচ ছয় মাস পরে।

হঠাৎ একদিন লক্ষ্য করলেন অল্প সময়ের মধ্যেই মেয়ে অনেকখানি পারদর্শিতা অর্জন করেছে নাচে। আর তারপর মেয়ের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। লাল কালো শাড়িতে ‘জিগিজা গিজাং’ গানে নেচে সে প্রথম নেটিজেনদের মুগ্ধ করেছিলো।

জনপ্রিয় এই ফোক ডান্সে নেচে প্রথমবার আরোহী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এইবার আরোহী ‘অয়ি গিরি নন্দিনি’ নাচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার এই নাচে অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। মুহুর্তের মধ্যে এই নাচটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই নাচে আরোহীর মুখের ভাব ভঙ্গিমা, নৃত্য শৈলী দেখলেই বোঝা যায় যে অদূর ভবিষ্যতে সে একজন বড় নৃত্যশিল্পী হয়ে উঠবে।