৪০ কিমি রাস্তা পুরো মাটি, ভয়ে আসে না অ্যাম্বুলেন্সও

লাল্টু : ২০১১ সালে তৃণমূল রাজ্যে শাসনে আসার পর বারংবার তারা দাবি করে আসছে তাদের আমলে রাজ্যের রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। দাবিমত এই আমূল পরিবর্তন বিভিন্ন জায়গায় ধরা পড়লেও উল্টো পুরাণ বীরভূমে। বীরভূমের দুবরাজপুর থেকে বাবুইজোড় পর্যন্ত রাজ্য সরকারের পূর্ত দপ্তর দ্বারা নির্মিত ৪০ কিলোমিটার রাস্তা মাটিতে পরিণত হয়েছে। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এলাকায় রোগীদের নিতে আসতে অ্যাম্বুলেন্সও ভয় পায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ পাঁচ মাস ধরে দুবরাজপুর থেকে বাবুইজোড় পর্যন্ত এই ৪০ কিলোমিটার রাস্তার পিচ উঠে মাটি দেখা যাচ্ছে। আর পুরো রাস্তাটাই পরিণত হয়েছে বড় বড় খাল বিলে। যে কারণে এলাকার গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে রাজি হয় না। পুলিশের গাড়ি গিয়ে প্রসূতি মহিলাদের বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করতে হয়। পাশাপাশি সাইকেল নিয়ে যাতায়াত করা তো দুরূহ ব্যাপার।

তাদের আরও অভিযোগ, রাস্তা খারাপের এই খবর দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে রয়েছে। কিন্তু প্রশাসনিক ভাবে এই রাস্তা ঠিক করে দেওয়ার কোনো রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। রাস্তা খারাপের কারনে সমস্যায় পড়ছেন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ বাসিন্দারা। পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে এই রাস্তার উপর দিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে রাস্তাতেই প্রাণ হারাবেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে এই রাস্তা দ্রুত মেরামতির ব্যবস্থা করা হোক। রাস্তা দ্রুত মেরামতি করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে দেওয়া হোক।

রাস্তা সারাইয়ের বিষয়ে দুবরাজপুরের বিডিও অনিরুদ্ধ রায় জানিয়েছেন, “ওই রাস্তাটা পূর্ত দপ্তরের। এ বিষয়ে আমরা পূর্ত দপ্তরকে জানিয়েছি এবং সাধারণ এলাকার অধিবাসীরাও বহুবার আমার কাছে অভিযোগ নিয়ে এসেছেন। তবে ওই রাস্তা মেরামতির জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে। হয়তো বৃষ্টির কারণে কাজে হাত দেওয়া যাচ্ছে না। বৃষ্টিটা কমে গেলে ওই রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে যাবে।”