শ্রমিক স্পেশাল ট্রেনে ৪০০ শ্রমিক ফিরলেন বীরভূম ও মুর্শিদাবাদে

নিজস্ব প্রতিবেদন : ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য কেন্দ্র সরকার জুন মাসের ২৯ তারিখ সম্মতি দেয়। এরপর বিভিন্ন রাজ্যের দাবি-দাওয়া মেনে ১লা মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করে। আর সেই সকল ট্রেনেই বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা ফিরছেন নিজেদের বাড়িতে। ঠিক তেমনই মঙ্গলবার রাতে বীরভূম ও মুর্শিদাবাদের প্রায় ৪০০ জন শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরলেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছায় একটি শ্রমিক স্পেশাল ট্রেন। শ্রমিকদের সূচি অনুযায়ী স্টেশনে নামার আগেই বীরভূম জেলা প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি তৈরি রেখেছিল। স্টেশনে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া।এরপর প্রশাসনিক বন্দোবস্তই ওই ৪০০ জন পরিযায়ী শ্রমিককে বাসে করে মুর্শিদাবাদ ও বীরভূমের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্টেশনে ৪০০ জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও স্যানিটাইজার দেওয়া হয়। ১০ টি বাসে তাদের বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তাঁদের বাড়ির এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।

শ্রমিক স্পেশাল ওই ট্রেনে আসা বীরভূমের সিউড়ির ১ নং ব্লকের চন্দ্রপুরের বাসিন্দা অতনু রায় জানান, “আমরা পঞ্জাবের লুধিয়ানা স্টেশন থেকে ১৮ই মে শ্রমিক ট্রেনে চেপেছি। আজ বীরভূমে এসে পৌঁছলাম। আসার পথে ট্রেনে কোন অসুবিধা হয়নি। লুধিয়ানায় একটি কোম্পানিতে আমি কাজ করতাম। লকডাউনে কোম্পানি বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরতে পারছিলাম না। বীরভূমে এসে শান্তি ফিরে পেলাম।”