বীরভূমে একদিনে করোনার কবলে ৪৫১, মৃত ৬

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে বীরভূমের বাসিন্দাদের স্বস্তি মিলেছিল কেবলমাত্র গতকাল। যেদিন আক্রান্ত হয়েছিলেন মাত্র ১৯৯ জন। তবে শনিবার যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যাটা দ্বিগুণের বেশি। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা বেড়েছে তিন গুণ।

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে শনিবার যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে বীরভূম স্বাস্থ্য জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। অন্যদিকে রামপুরহাট স্বাস্থ্য জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। দুই স্বাস্থ্য জেলা মিলে বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা ৪৫১। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন। যাদের মধ্যে ৫ জনই রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলায়। বাকি ১ জন প্রাণ হারিয়েছেন বীরভূম স্বাস্থ্য জেলা থেকে। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৬।

বর্তমানে বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪১৮২। এখনো পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৪২০ জন। বর্তমানে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা হল ৪৬০৩। আর এই বিপুলসংখ্যক আক্রান্তের সংখ্যা পাশাপাশি বিপুলসংখ্যক অ্যাক্টিভ রোগীর সংখ্যা জেলার বাসিন্দা তাদের কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে বারংবার কোভিড বিধি মেনে চলার জন্য প্রচার করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।

[aaroporuntag]
প্রসঙ্গত, শনিবার করণা আক্রান্ত হয়ে প্রাণ হারান মুরারই বিধানসভার বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রহমান। তিনি এবার ওই বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রচারে নেমে করোনা আক্রান্ত হন। এর পরেই ওই বিধানসভার প্রার্থী বদল করা হয়। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর শনিবার সকাল ৯টা ১০ মিনিটে মাত্র ৫৬ বছর বয়সে প্রাণ হারান এই বিধায়ক।