বিশ্বের এই ৫ জায়গা পুরোপুরি অন্ধকার হয় না, অবাক লাগলেও সত্যি

আমাদের প্রতিদিনের জীবনে দিনরাত চোরকির মতো ঘুরছে। গোটা একদিনে ১২ ঘণ্টা সূর্যের আলো দেখলে বাকি কয়েক ঘন্টা রাতের অন্ধকার। তবে এমনও অনেক জায়গা রয়েছে যেখানে রাতের অন্ধকার একেবারেই কম দেখা যায়। আবার এমনও অনেক জায়গা রয়েছে যেখানে রাতের অন্ধকার দেখাই যায় না, পুরোটাই দিনের আলো। এটা আবার হয় নাকি? হ্যাঁ এটাই সত্যি। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নিয়ে জায়গাগুলি কোনগুলি?

রাজুকান (নরওয়ে)

নরওয়ের নাম শোনেনি, এমন মানুষ খুব কমই রয়েছে। পৃথিবীর অন্যতম অবাক স্থান হল রাজুকান, যা অসলো থেকে প্রায় ১৭০ কিমি দূরে অবস্থিত। নরওয়ের দক্ষিণের একটি উপত্যকায় অবস্থিত এটি একটি ছোট গ্রাম। এখানে সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সূর্যের আলো খুব কম পড়ে। ভৌগলিক অবস্থানের কারণে এখানে ৬ মাস অন্ধকার থাকে। জানা যায় এখানের প্রাকৃতিক সম্পদ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়।

ইউমা (মার্কিন যুক্তরাষ্ট্র)

এই জায়গায় তাপমাত্রা সবসময় ৪০ ডিগ্রির উপরে থাকে। ওয়ার্ল্ড মেটিওরো লজিক্যাল অর্গানাইজেশনের মতে ইউমা হল পৃথিবীর দীর্ঘতম দিন যুক্ত স্থান। এই জায়গা বছরে চার হাজার পনেরো ঘন্টা সূর্যালোক পায়। এখানে শীতকালে মোট ১১ ঘন্টা এবং গরমকালে মোট ১৫ ঘণ্টা দিনের আলো দেখা যায়। তবে জায়গাটি মোটেও সুন্দর নয়। এখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না। এছাড়াও এখানের নব্বই হাজারের ও বেশি মনুষেরা শুষ্ক জলবায়ুর সম্মুখীন হন।

ব্যারো (আলাস্কা)

আলাস্কার ব্যারো অঞ্চলটিকে অনেকে পোলার নাইটস বলে ডাকেন। এই অঞ্চলে মে মাসের শেষ থেকে শুরু করে জুলাই মাসে শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না। কিন্তু আবার নভেম্বর মাস থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায় না। প্রচন্ড ঠান্ডায় এই অঞ্চল তুষারে ঢাকা থাকে।

ফিনিক্স (মার্কিন যুক্তরাষ্ট্র)

ফিনিক্স হল অ্যারিজনার রাজধানী। এই অঞ্চলটি সূর্যের উপত্যকা নামে পরিচিত। এখানে বছরে ৩৮৭২ ঘণ্টা সূর্যালোক পাওয়া যায়। এই অঞ্চলের জনসংখ্যা প্রায় দেড় মিলিয়ন। গ্রীষ্মকালের জন্য ফিনিক্স হলো বিখ্যাত। ১৯৯০ সালে এই অঞ্চলের তাপমাত্রা বেড়ে গিয়ে ৫০ ডিগ্রি হয়েছিল।

​আসওয়ান (মিশর)

মিশরের দক্ষিণ দিকে আসওয়ান অঞ্চলটি অবস্থিত। প্রতিবছর এখানে প্রায় ৩৮৬৩ ঘন্টা সূর্যালোক দেখা যায়। প্রতিদিন প্রায় সাড়ে দশ ঘণ্টা পর্যন্ত সূর্যালোক থাকে। হেলেনিস্টেক যুগ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল এখানকার এলিফ্যান্টাইন শহর।