Bollywood Actors: জন্মসূত্রে পাকিস্তানি হয়েও বলিউড কাঁপাচ্ছেন এই ৫ তারকা

5 popular Bollywood actors are actually Pakistani by birth: বলিউড অনুরাগীরা সব সময় আগ্রহ প্রকাশ করেন তাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সম্পর্কে জানার জন্য। তাদের জীবনের খুঁটিনাটি বরাবরই চর্চার বিষয়। প্রিয় তারকারা কি পছন্দ করেন, কি খেতে ভালোবাসেন এই সবই জানতে সর্বদা মুখিয়ে থাকেন ভক্তরা। এদের ব্যক্তিগত জীবন সব সময় তাকে খবরের শিরোনামে। তবে এদের মধ্যে পাঁচজন বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা (Bollywood Actors) আছে যারা জন্মসূত্রে কিন্তু ভারতীয় নয় তারা পাকিস্তানি।

এই প্রতিবেদনে সেই সব বিখ্যাত তারকাদের (Bollywood Actors) কথাই তুলে ধরা হবে। জন্মসূত্রে পাকিস্তানি সেইসব অভিনেতারা দেশভাগের সময় পাকিস্তান ছেড়ে চলে আসে ভারতে। বর্তমানে তারা সমগ্র বলিউডে নিজেদের আধিপত্য কায়েম করেছে। এখন জেনে নিতে হবে কোন কোন অভিনেতা আসলে জন্মসূত্রে পাকিস্তানি?

বলিউড অভিনেতাদের (Bollywood Actors) তালিকায় প্রথমে নাম আছে বলিউডের কিং খান শাহরুখ এর। আসলে শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের পেশোয়ারে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হল, এই জনপ্রিয় বলিউড অভিনেতার বাবা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। যদিও পরবর্তীকালে শাহরুখ খানের বাবা সেই দেশ ছেড়ে চলে এসেছিলেন দিল্লিতে। এরপরেই নাম করা যায় বলিউডের সবথেকে বড় মেগাস্টারের। বলিউডে যিনি “বিগ বি” নামে পরিচিত, সেই অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর যোগ রয়েছে পাকিস্তানের। অমিতাভ বচ্চনের মা তেজী বচ্চন জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের লায়ালপুরে।

জনপ্রিয় অভিনেতা গোবিন্দার নাম রয়েছে বলিউড অভিনেতাদের (Bollywood Actors) এই তালিকাতে। তিনি বরাবর কমেডিয়ান হিসেবে বেশি পরিচিতি লাভ করেছেন। তার চমৎকার নৃত্য এবং অসাধারণ অভিনয় তাকে জনপ্রিয়তার চরম শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে এই অভিনেতার জন্মসূত্রে যোগ রয়েছে পাকিস্তানের সাথে। এই জনপ্রিয় অভিনেতার বাবা তরুণ কুমার আহুজার জন্ম হয়েছিল পাকিস্তানে। কিন্তু তিনি দেশভাগের পর সে দেশ ছেড়ে এদেশে চলে আসেন।

এছাড়াও বলিউডের অন্যতম বিশিষ্ট অভিনেতা সঞ্জয় দত্তের জন্মসূত্রে সম্পর্ক রয়েছে পাকিস্তানের সাথে। বলিউডে নায়ক এবং খলনায়ক দুটি চরিত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এই বিখ্যাত অভিনেতার বাবা সুনীল দত্ত পাকিস্তানের পাঞ্জাবের ঝিলামে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের সময় সমস্ত জমি জায়গাকে ফেলে রেখে ভারতে চলে আসেন তিনি। বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা যিনি প্রয়াত হয়ে গেছেন জন্মসূত্রে পাকিস্তানি। তার জন্ম হয়েছিল ফয়সালাবাদের কাছে বুড়োআলায়। তিনি নিজের ছোটবেলার বেশ কয়েকটা দিন কাটিয়েছেন ওই দেশে। পরবর্তীকালে তিনি পাকিস্তান ছেড়ে এ দেশে চলে আসেন। শোনা যায় যে, এখনো রাজেশ খান্নার একটি বাড়ি পাকিস্তানে রয়েছে।