বঙ্গে পদ্ম ফোটাতে ভিনরাজ্য থেকে আরও ৫ নেতা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পদ্ম ফোটানোর জন্য তৎপর হয়ে উঠেছে তা অনস্বীকার্য। ইতিমধ্যেই পাঁচজন কেন্দ্রীয় নেতা রাজ্য বিজেপির সাংগঠনিক ক্ষমতা পর্যবেক্ষণ করে দিল্লি ফিরেছেন। এই ৫ জন কেন্দ্রীয় নেতার মধ্যে উল্লেখযোগ্য সুনীল দেওধর। আর এবার আরও ৫ অন্যান্য রাজ্য থেকে বিজেপি নেতার আগমন হচ্ছে রাজ্যে। বিজেপি সূত্রে খবর এমনটাই।

Advertisements

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আসতে চলা এই ৫ জন নেতা বিজেপি নেতা কর্মীদের সাথে কথা বলা ছাড়াও কথা বলবেন তৃণমূল এবং সিপিআইএমের বিক্ষুব্ধদের সাথে। পাশাপাশি তারা খতিয়ে দেখবেন কলকাতা, রাঢ়বঙ্গ, মেদিনীপুর, নবদ্বীপ এবং উত্তরবঙ্গ জোনের বিজেপির সংগঠন। বিধানসভা ভোটের আগে এই ৫ জন সাধারণ সম্পাদক দলের সাংগঠনিক ক্ষমতা গোছানোর কাজে হাত লাগাবেন।

Advertisements

যে পাঁচজন বিজেপি নেতা আসতে চলেছেন তারা মূলত চারটি বিজেপি শাসিত এবং একটি বিজেপি শরিক রাজ্য থেকে। এই পাঁচজনই আরএসএস থেকে বিজেপিতে এসেছেন। ভোটের আগে রাজ্য বিজেপিতে ধীরে ধীরে কেন্দ্রীয় রাশ শক্ত হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, কোন রাজ্যের নির্বাচনের সময় অন্য রাজ্যের বিজেপি নেতাদের পাঠিয়ে সাহায্য করার রেওয়াজ রয়েছে বিজেপির। যদিও এই সকল নেতাদের আগমনে তৃণমূলের তরফ থেকে বারংবার বহিরাগত তকমা দেওয়া হচ্ছে।

Advertisements

নতুন করে বঙ্গ বিজেপির হাল হকিকত দেখার জন্য যে পাঁচজন কেন্দ্রীয় নেতা আসছেন তারা হলেন সুনীল বনশল, পবন রানা, রবিন্দর রাজু, ভিখুভাই দলসনিয়া এবং রত্নাকর। এই সকল বিজেপি নেতারা যথাক্রমে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাতের সাধারণ সম্পাদক। অন্যদিকে রত্নাকর হলেন বিহার বিজেপির সহ সাধারণ সম্পাদক। ইনারা প্রত্যেকেই সাংগঠনিক ক্ষেত্রে এই পদগুলির অধিকারী।

Advertisements