উৎসবের মরশুমে বাংলায় করোনাই প্রাণ হারালেন ৫ চিকিৎসক, মোট ৬৪

নিজস্ব প্রতিবেদন : করোনার বিরুদ্ধে লড়াইয়ে থাকা প্রথম সারির যোদ্ধারা যেন ধীরে ধীরে হার মানতে শুরু করেছেন। ইতিমধ্যেই বাংলায় মোট ৬৪ জন চিকিৎসক করোনাই প্রাণ হারিয়েছেন। আর এই ৬৪ জনের মধ্যে ৫ জন প্রাণ হারালেন উৎসবের মরশুমেই।

বারংবার সাধারণ মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ করা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আর এই স্বাস্থ্যবিধি না মানলে এই করোনা মৃত্যু আটকানো সম্ভব নয়। চিকিৎসকদের অনুরোধ, সরকারি বার্তা, কিন্তু তা সত্ত্বেও টনক নড়ছে না সাধারণ মানুষের। করোনার শিকার হয়ে একের পর এক বলি হচ্ছেন সাধারণ মানুষ থেকে প্রথম সারির যোদ্ধারা। আর এই প্রথম সারির যোদ্ধাদের মধ্যে চিকিৎসকদের চলে যাওয়াটা সবথেকে বেশি দুশ্চিন্তার।

উৎসবের মরশুমে যে ৫ জন চিকিৎসক প্রাণ হারালেন তাঁরা হলেন, বর্ধমানের মেমারির ৭৫ বছর বয়সী চিকিৎসক দিলীপ ভট্টাচার্য, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রাক্তণ অধ্যাপক ৮০ বছরের সুজন কুমার মিত্র, সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক অমল রায়, বেহালার চিকিৎসক শৈবাল দাশগুপ্ত এবং বারাসাতের ৬৫ বছর বয়সী চিকিৎসক দিলীপ কুমার বিশ্বাস।

আর এই ভাবেই বারংবার চিকিৎসকদের প্রাণহানির ঘটনায় ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের চিকিৎসকেরা হাতজোড় করে সকলের কাছে অনুরোধ করছেন, যেভাবেই হোক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সাধারণ মানুষকে। সংক্রমণ আর মৃত্যু কমানোর জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে নাগরিকদের। তাদের বক্তব্য, এখনো সময় আছে, সতর্ক হোন।