গাব্বায় টিম ইন্ডিয়ার ৫টি রেকর্ড, ৫ কোটি টাকা বোনাস ঘোষণা সৌরভের

নিজস্ব প্রতিবেদন : অবিশ্বাস্য বললেও ভুল হবে। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার চলতি টেস্ট সিরিজ জয়। পাশাপাশি গাব্বায় নবাগতদের নিয়ে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়ার ৩২ বছরের পুরাতন রেকর্ড ভেঙে দেওয়া। আর এসব দেখে আপ্লুত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ইন্ডিয়ার জন্য ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করলেন তিনি। দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার ৫টি অনবদ্য রেকর্ড।

১) গাব্বায় অস্ট্রেলিয়া এর আগে হেরেছিল ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এরপর এই মাঠে ৩১টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছে ২৪টি। ড্র হয়েছে ৭টি। এরপর অর্থাৎ তিন দশকের বেশি সময় পর ২০২১ সালে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভাঙলো ভারতীয় দল। ১৯৮৮ থেকে ২০২১ সালের মধ্যে ৩২তম ম্যাচে ভারতের কাছে পরাজয় স্বীকার করে নিতে হয় অস্ট্রেলিয়াকে।

২) গাব্বায় ছিল ওয়াশিংটন সুন্দরের অভিষেক টেস্ট। অভিষেক টেস্টেই তৃতীয় ভারতীয় হিসাবে ৩ উইকেট এবং হাফ সেঞ্চুরির অধিকারী হন তিনি।

৩) অভিষেক টেস্টেই দ্বিতীয় ভারতীয় হিসেবে ৩ উইকেট এবং ৫০ রানের অধিকারী হন দাত্তু ফাড়করে।

৪) অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট সিরিজ জয়ের ফলে টানা ৬ বছর অস্ট্রেলিয়ার মাটিতে অপরাজিত থাকলো টিম ইন্ডিয়া। ২০১৪-১৫ সালে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে পরাজয়ের মুখ দেখে ছিল ভারত।

৫) গাব্বায় ভারত-অস্ট্রেলিয়ার শেষ টেস্ট ম্যাচের শেষ দিনে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙ্গে দিলেন ঋষভ পন্থ। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০০ রানের অধিকারী হলেন তিনি।