ডায়পার পরে তাক লাগালো ব্যাটিং করা সেই খুদে উড়ে গেল বাংলা থেকে মুম্বই

নিজস্ব প্রতিবেদন : বাংলার ছেলে পাঁচ বছরের খুদে শেখ সাহিদের স্বপ্ন শচীন তেন্ডুলকরের মত একজন বড় ক্রিকেটার হয়ে ওঠা। লিটল মাস্টার এর অন্যতম বড় ভক্ত হওয়ার পাশাপাশি নিজেও ক্রিকেটে একেবারে অন্তপ্রাণ। নিজের সারা দিন ব্যাট নিয়ে পড়ে থাকে। তার স্বপ্ন ছিল শচীনের সঙ্গে দেখা করার। অবশেষে এই পাঁচ বছর খুদের সেই স্বপ্ন পূরণ হলো।

শচীন নিজস্ব খরচে ওই খুদেকে বাংলা থেকে উড়িয়ে নিয়ে যান মুম্বই। সঙ্গে ছিলেন শহীদ এবং তার বাবা-মা। শুধু তাকে উড়িয়ে দিয়ে যাওয়া নয়, এর পাশাপাশি নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমির নেটে শাহিদকে অনুশীলন করান লিটল মাস্টার।

গত ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার প্রথমে মন দিয়ে সাহিদের ব্যাটিং দেখেন। তারপর তিনি নিজেই সাহিদকে দেখিয়ে দেন ব্যাটিং ধরার স্টাইল এবং বল মারার পদ্ধতি। ছোট্ট শাহিদের ব্যাটিং করার পদ্ধতি এবং নেট প্র্যাকটিস দেখে মুগ্ধ হন শচীন টেন্ডুলকার। এইভাবে লিটল মাস্টারের সঙ্গে ছেলের সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই খুশি শাহিদের বাবা শেখ সামসের।

কিন্তু প্রশ্ন হলো হঠাৎ ওই খুদেকে শচীন টেন্ডুলকার এইভাবে মুম্বই নিয়ে গিয়ে কেন ব্যাট ধরা এবং বল মারার পদ্ধতি শেখাবেন? এর পিছনে রয়েছে আড়াই বছর আগের গল্প। যে সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শাহিদের ব্যাটিং। দেখা গিয়েছিল, আড়াই বছর বয়সী শাহিদ ডায়পার পরে সাবলীল ভাবে ছাদে ব্যাটিং করছে। বিস্ময় প্রতিভার সেই ছেলের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন বিরাট কোহলি, কেভিন পিটারসেনের মতো তারকারা।

ভাইরাল হওয়ার পর বেহালার মুচি পাড়ার এই ক্ষুদেকে দেখতে খোদ এসেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়া। তবে তাতেও মন ভরেনি শাহিদের। কারণ তার স্বপ্ন ছিল শচীনের সঙ্গে দেখা করার। আর সেই স্বপ্ন এবার পূর্ণ হল সরাসরি শচীনের সঙ্গে দেখা করে এবং তার থেকে ব্যাট ধরার পদ্ধতি এবং ব্যাটিং পদ্ধতি জেনে।