উল্টো দিকে ঝুলে ১৩ মিনিটে ১১১টি তীর নিক্ষেপ, অনন্য নজির ৫ বছরের খুদের

নিজস্ব প্রতিবেদন : এযেন সত্যিই বিস্ময়কর। ১৩ মিনিটে ১১১টি তীর নিক্ষেপ, তাও আবার মাথা নিচের দিকে করে ঝুলে। আবার এই অসাধ্য সাধন করছেনটা কে! অসাধ্য সাধন, অনন্য কৃতিত্বের অধিকারী মাত্র ৫ বছরের এক খুদে। ভারতে এমন এক বিস্ময়কর বালিকার খোঁজ মিললো। আর এর পরেই এমন অবাক কান্ড ঘটানো ওই বালিকার গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠানোর দাবি উঠেছে দেশজুড়ে।

পা অপরদিকে করে, মাথা ঝুলিয়ে ঝুলন্ত অবস্থায় ১৩ মিনিট ১৫ সেকেন্ডে ১১১ টি তীর ছুঁড়ে তাক লাগিয়েছেন চেন্নাইয়ের পাঁচ বছরের সঞ্জনা। তিনি এমন অবাক কাণ্ড ঘটিয়েছেন চলতি বছর স্বাধীনতা দিবসের দিন। গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠানোর জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। আর সেই আবেদন মঞ্জুর হলে সঞ্জনাই হতে চলেছে ক্রীড়া বিভাগে বিশ্বের সবথেকে সেই ছোট তীরন্দাজ যে কিনা এমন বিরল কৃতিত্বের অধিকারী। এর আগে ৪ মিনিটে ৬টি এবং ২০ মিনিটে ৩০টি তীর ছোঁড়ার রেকর্ড রয়েছে। আর এই সকল সমস্ত রেকর্ডকে অনেক অনেক পিছনে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে সঞ্জনার। সঞ্জনার কোচ সিহান হুসেইনি জানিয়েছেন, “খুব তাড়াতাড়ি আমরা সঞ্জনার গিনেস বুক অব রেকর্ডসে নাম তোলার জন্য আবেদন করবো।”

অন্যদিকে গিনেস বুক অব রেকর্ডসে নাম ওঠানো ছাড়াও সঞ্জনার বাবা প্রেম জানিয়েছেন, “অলিম্পিকের মঞ্চে আমরা দেখতে চাই ছোট্ট সঞ্জনাকে। প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে সঞ্জনা নিজের রেকর্ড ভাঙতে চায়। সঞ্জনার বয়স ১০ বছর হলেই অলিম্পিকের জন্য ওর ট্রেনিং শুরু করে দেব। তারপর ২০৩২ সালের অলিম্পিকে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি শুরু হবে। আশা করছি আমাদের সঞ্জনা দেশের জন্য সোনা নিয়ে আসবে।”

সঞ্জনা ইতিমধ্যেই খুব অল্প সময়ের মধ্যে ১০০-র বেশি তীর ছোঁড়ার জন্য ‘হিউম্যান আল্টিমেট ওয়ার্ল্ড রেকর্ড’-এ নিজের নাম অন্তর্ভুক্ত করে ফেলেছে। আর এবারের স্বাধীনতা দিবসে ১৩ মিনিট ১৫ সেকেন্ডে ১১১টি তীর নিক্ষেপের সময়, সঞ্জনার পা বাঁধা ছিল, আর মাথা সহ পুরো শরীর উল্টো হয়ে ঝুলছিল।

গত ১৫ই আগস্ট যে অনুষ্ঠানে সঞ্জনা এমন রেকর্ড তৈরি করেছে সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চারি অ্যাসোসিয়েশানের সেক্রেটারি জেনারেল প্রমোদ চন্দুরকর। আর সঞ্জনার এই বিরল কৃতিত্ব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গর্ব অনুভব করছেন নেট নাগরিকরা।