বীরভূমে বাড়ছে করোনা জয়ীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম থেকেই নাজেহাল অবস্থা লক্ষ্য করা যায় বীরভূমে। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে জেলায় প্রতিদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন শতাধিক মানুষ। আর যার পরেই জেলায় ধীরে ধীরে বাড়ছে করোনা জয়ীর সংখ্যা।

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে রবিবার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। যার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩২৫৪।

তবে আশার আলো দেখিয়ে বীরভূমে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা জয় করেছেন ৫৭৩ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২০০ জন বেশি। বর্তমানে জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১৪৬৩৭।

[aaroporuntag]
গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। এই সংখ্যাটা কিছুটা হলেও উদ্বেগজনক। বর্তমানে জেলায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২১৯। এই মুহূর্তে বীরভূমে মোট সক্রিয় রোগী রয়েছেন ৮৩২২।