২০-২৫টি শহরে চালু হচ্ছে 5G, খরচ নিয়ে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে গত কয়েক বছর ধরে একের পর এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। 2G পরিষেবা থেকে তা পা দিয়েছে 3G পরিষেবায় এবং পরে এখন চলছে 4G পরিষেবা। তবে এরই মধ্যে মোবাইল ব্যবহারকারীরা মুখিয়ে রয়েছেন 5G পরিষেবার জন্য। এই নিয়েই এবার সুখবর দিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শনিবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে বলেন, চলতি বছর শেষের দিকেই দেশের ২০ থেকে ২৫ টি শহরে চালু হয়ে যাবে 5G পরিষেবা। আগস্ট সেপ্টেম্বর মাস থেকেই পুরোদমে এই পরিষেবা চালু করার জন্য কাজ শুরু করে দেওয়া হবে।

এখন প্রশ্ন হলো 4G পরিষেবার তুলনায় 5G পরিষেবা কতটা ব্যয়বহুল হবে এবং নতুন এই পরিষেবার খরচ কত বহন করতে হবে ব্যবহারকারীদের। এই বিষয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, অন্যান্য দেশের তুলনায় ভারতে ইন্টারনেট খরচ অনেক কম। সেক্ষেত্রে 5G পরিষেবার খরচও অন্যান্য দেশের তুলনায় কম হবে।

কেন্দ্রীয় মন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, চলতি বছর শেষের দিকেই ২০ থেকে ২৫ টি শহরে যেমন 5G পরিষেবা চালু হয়ে যাবে, ঠিক তেমনই এই পরিসেবার ক্ষেত্রে ইন্টারনেটের খরচ অন্যান্য দেশে যেমন ২৫ ডলারের কাছাকাছি হয়ে থাকে, সেই জায়গায় ভারতীয়রা এই পরিষেবা পাবেন মাত্র ২ ডলারের কাছাকাছি খরচ করলেই। অর্থাৎ বাকি দেশের তুলনায় ভারতে 5G পরিষেবা খরচ অন্ততপক্ষে দশগুণ কম হবে বলেই আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর।

একইসঙ্গে তিনি জানান, অবাঞ্ছিত কল যাতে গ্রাহকদের কাছে না আসে তার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করছে কেন্দ্র সরকার। নতুন যে ব্যবস্থা আনা হচ্ছে তাতে অচেনা কোন নম্বর থেকে ফোন এলেও তার নাম ফুটে উঠবে স্ক্রিনে।