ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, বাংলায় বৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : আপাতত রোদের তাপে পুড়ে যাওয়ার মত অবস্থা থেকে মিলেছে স্বস্তি। দমকা বাতাস, মেঘলা আকাশের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে এই স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি সমুদ্র থেকে জলীয়বাষ্প প্রবেশ করার কারণে সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে।

মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে গরমের দাপট লক্ষ্য করা গেলেও মেঘলা আকাশের কারণে সূর্যের তেজে আপাতত চামড়া পুড়ছে না। গত দুদিনের মত মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং সন্ধ্যা থেকে দমকা বাতাস বইতে লক্ষ্য করা যাবে। দিনের দিকে গরম থাকলেও সন্ধ্যা থেকেই মিলবে স্বস্তি।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি বা তার আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়ার তেমন কোনো হেরফের ঘটবে না। তবে জলীয়বাষ্পের পরিমাণ কমলেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মেলেনি। পাশাপাশি বৃষ্টি নিয়ে এখনই কোন আশার আলোও দেখাতে পারেনি হাওয়া অফিস।

তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আন্দামানের কাছে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। সেই নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে গুমোট আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপের গতিবিধির দিকে নজর রাখছে হাওয়া অফিস। এই নিম্নচাপ কি বাংলা জুড়ে বৃষ্টি ডেকে আনবে! তা অবশ্য এখনও কিছু জানা যায়নি।