আইপিএলে ধোনির ৭টি রেকর্ড, যা অন্য কারোর নেই

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাস থেকে এপ্রিল, এরপর অনির্দিষ্টকালের জন্য বাতিল। আর এই সকল ধাক্কা সামলে অবশেষে শনিবার থেকে শুরু হলো দেশের আইপিএল বিদেশের মাটিতে। এদিন সন্ধ্যা ৭:৩০ টা বাজতেই চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল।

আর এই ১৩তম আইপিএল শুরু হতেই ধোনি প্রেমীরা বড় আশা নিয়ে তাকিয়ে রয়েছেন ভারতের এই প্রাক্তন তারকা দিকে। কারণ তিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর পাশাপাশি তার শেষ খেলা দেখা গিয়েছিল গত বছর আইসিসি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। দীর্ঘদিন মাহির ব্যাট থেকে আগুন ঝরতে না দেখে আশায় বসে আছেন সকলে। তবে চলতি বছর আইপিএল-এ মাহি কিছু করে দেখানোর আগেই দেখে নেওয়া যাক তার এমন ৭টি রেকর্ড যা অন্য কোন ক্রিকেট তারকা নেই আইপিএলে।

১) আইপিএলে অধিনায়ক হিসেবে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ১০০টির ম্যাচ খেলেছেন। ২০০৮ সাল থেকে তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে রয়েছেন। তবে ২০১৬ এবং ১৭ সালে চেন্নাই সুপার কিংস নির্বাচিত হওয়ায় তিনি পুনের হয়ে খেলেছিলেন।

২) আইপিএলের ইতিহাসে ধোনি এমন একজন অধিনায়ক যার নেতৃত্বে খেলেছেন একাধিক কোচ। অর্থাৎ যারা এই বর্তমানে চেন্নাই সুপার কিংসের কোচ যেমন স্টিফেন ফ্লেমিং, মাইক হাসি এবং লক্ষ্মীপতি বালাজি ধোনির নেতৃত্বে আইপিএল খেলেছেন।

৩) আইপিএলের ইতিহাসে ধোনির ঝুলিতে রয়েছে সবথেকে বেশি স্ট্যাম্পিং করার রেকর্ড। তিনি এখনো পর্যন্ত ৩৮ টি স্ট্যাম্পিং করেছেন। আর এর পরেই রয়েছে দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের ঝুলিতে রয়েছে ৩০ টি স্ট্যাম্পিং।

৪) একজন অধিনায়ক হিসাবে সর্বাধিক আইপিএল ফাইনাল খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। বিগত ১২টি আইপিএল লিগের মধ্যে ৯টি আইপিএল ফাইনাল খেলেছেন তিনি। আর এই সকল প্রতিযোগিতায় তিনি অধিনায়কত্ব দিয়েছেন। যার মধ্যে ৩টি আইপিএলে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলেছেন।

৫) একজন উইকেটকে পার হিসাবে আইপিএলের ইতিহাসে সর্বাধিক বার বিপক্ষের ব্যাটসম্যানদের আউট করেছেন। উইকেটকিপার হিসেবে ৯৪ টি ক্যাচ নিয়েছেন এবং ৩৮ টি স্ট্যাম্পিং করেছেন। মোট সংখ্যা হল ১৩২। আইপিএলের ইতিহাসে যা অন্য কোন তারকা একজন উইকেটরক্ষক হিসেবে নেই।

৬) শেষ ওভারে অর্থাৎ ২০তম ওভারে সর্বসাকুল্যে সর্বাধিক রানের অধিকারী মহেন্দ্র সিং ধোনি। ২০তম ওভারে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে রয়েছে এখনো পর্যন্ত ৫৬৪ রান। যা অন্য কোন তারকা নেই।

৭) ২০তম ওভারে পাঁচশোর গণ্ডি পার হওয়া তারকা একমাত্র মহেন্দ্র সিং ধোনি। আর পরিসংখ্যান অনুযায়ী এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড। তবে তার রানসংখ্যা এযাবত ২৮১।