৭ বছরের ছেলে উড়াচ্ছে বিমান! অবাক বিশ্ব

নিজস্ব প্রতিবেদন : একেবারে অল্প বয়সে বহু শিশুরাই বিভিন্ন ধরনের প্রতিভা অর্জন করে। সেই সকল প্রতিভা বড়দেরকেও ছাড়িয়ে যায়। আর এই সকল প্রতিভার পরিপ্রেক্ষিতে তারা নানান সময় নানান সম্মানের অধিকারী হয়। ঠিক সেই রকমই এবার এক ক্ষুদে এমন এক কৃতিত্ব অর্জন করল যা দেখে অবাক বিশ্ব।

ওই খুদের বয়স মাত্র ৭ বছর। আর এই সাত বছর বয়সে যখন অন্যান্য শিশুরা খেলনা বিমান অথবা কাগজের বিমান নিয়ে খেলা করে সেই সময় ওই শিশু একটি আস্ত সত্যি বিমান ওড়ানোর ক্ষমতা অর্জন করেছে। বিষয়টি অনেকটা সিনেমাটিক লাগলেও তা কিন্তু সিনেমা নয়। এই বিষয়টি সম্পূর্ণ বাস্তব। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে সাত বছরের এই শিশু যখন পাইলটের ভূমিকায় বিমান ওড়াচ্ছে তখন তার পাশে বসে রয়েছেন একজন প্রফেশনাল পাইলট। তবে প্রফেশনাল পাইলট পাশে বসে থাকলেও যেভাবে ওই শিশুটির বিমান ওড়ানোর সমস্ত কৌশল জেনে ফেলেছে তাই আশ্চর্যের।

সাত বছরের ওই শিশুর এমন বিমান ওড়ানোর ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আপলোড করা ওই ভিডিওটি অল্পসময়ের তা নয়। ভিডিওটি পাকা ১৯ মিনিটের। সূত্র মারফত জানা যাচ্ছে এই ভিডিওটি আমেরিকার শিকাগো এয়ারপোর্টে ক্যামেরাবন্দি করা হয়েছে।

ভিডিওটিতে লক্ষ্য করা গিয়েছে, একটি ছোট প্লেনে একটি প্রফেশনাল পাইলটের পাশে বসে রয়েছে ওই শিশু। রানওয়ে থেকে টেক অফ এবং আকাশে উড়ে বেড়ানোর পর পুনরায় রানওয়েতে অবতরণ সমস্তটাই ওই শিশু নিজের হাতে করেছে। এমনকি কন্ট্রোল রুমের সঙ্গে তাকে কথা বলতেও দেখা গিয়েছে। তবে এই ভিডিও নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে ১৮ বছর বয়স না হলে গাড়ি চালাতে দেওয়া হয় না সেখানে সাত বছর বয়সে প্লেন ওড়ানোর জন্য কিভাবে ওই শিশুকে ছাড়পত্র দেওয়া হল?