পুত্রবধূতে মন মজেছে ৭০-এর শ্বশুরের, এই বয়সে সেরে ফেললেন বিয়ে

সোশ্যাল মিডিয়া (Social media) তে প্রতিদিন কত অদ্ভুত জিনিস ভাইরাল হয়। সেই রকম ঘটনা ঘটলো আবার। এক সত্তর বছরের বৃদ্ধ শশুর, আঠাশ বছরের বিধবা পুত্র বধুকে বিয়ে করে চমকে দিলো সকলকে। সেই বিয়ের ছবি হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সূত্রের মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, ওই বৃদ্ধ ব্যক্তির নাম কৈলাস যাদব। চার সন্তানের জন্মদাতা ওই ব্যক্তি। গোরক্ষপুরের ছাপিয়া উমরাও গ্রামের বাসিন্দা তিনি। বছর চারেক আগে তাঁর তৃতীয় সন্তানের কোনো কারণে মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর তিনি পুত্রবধূর দ্বিতীয়বার বিয়েও দিয়েছিলেন।

কিন্তু সেই তরুণীর দ্বিতীয় সংসারও সুখের হয়নি। তাই কিছুদিনের মধ্যেই সে নিজের পুরোনো শ্বশুরবাড়িতে ফিরে আসে। এলাকাবাসীরা জানান, এরপরই অবাক করা সিদ্ধান্ত নেই ওই প্রৌঢ়। নিজেই নিজের পুত্রবধূকে বিয়ে করবেন ঠিক করেন কৈলাস। আর তাই স্থানীয় একটি মন্দির নিয়ে গিয়ে বিয়ে করেন ওই তরুণীকে।

ওই ব্যক্তি উত্তরপ্রদেশেরই একটা থানায় গার্ড হিসেবে তিনি কাজ করতেন বলে জানা গিয়েছে। আর বহু বছর আগে তার স্ত্রী মারা গেছে বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে বাল্য বিবাহ বলে কটাক্ষও করছে অনেকে। যদিও ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে এর পাশাপাশি, বিয়ের বিষয়টি নিয়েই সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। সত্যি সত্যিই কৈলাস তাঁর পুত্রবধূকে বিয়ে করেছেন কিনা, তা নিয়ে প্রশ্নও জেগেছে পুলিশের মনে। কারণ ছেলের মৃত্যুর পর নিজে দাঁড়িয়ে থেকে পুত্রবধূর বিয়ে দিয়েছিলেন কৈলাস। মেয়েটির বাবাকেও কোনও খরচ করতেই দেননি তিনি। যদি তার এমন উদ্দ্যেশ্য থাকতো তবে পুত্রবধূর বিয়েই দিতনা কৈলাস। তাই এই ঘটনার ভিতর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে পুলিশ।