সপ্তম পে কমিশনের বকেয়া টাকা বাকি, কর্মবিরতিতে বিশ্বভারতী

অমরনাথ দত্ত : সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে বিশ্বভারতীর কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ডাক দিলেন কর্মবিরতির। বিশ্বভারতীর সেন্ট্রাল ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন সোমবার সকাল থেকে। যার জেরে বন্ধ বিশ্বভারতীর কাজকর্ম।

২০১৬ সালে সপ্তম পে কমিশন চালু হয়ে গেলেও বিশ্বভারতীর কর্মীরা সেই পে কমিশনের টাকা হাতে পাননি। বাংলার বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন সুরাহার মেলেনি বলে অভিযোগ। তবে শুধু পে কমিশনের টাকা আদায় নয়, পাশাপাশি কর্মীদের রয়েছে আরও কতকগুলি দাবি-দাওয়া।

এই অবস্থান-বিক্ষোভ সম্পর্কে বিশ্বভারতীর কর্মী সভার সম্পাদক বিদ্যুৎ সরকার জানান, “অবিলম্বে কর্মীদের সপ্তম পে কমিশন প্রদান করতে হবে। নিমাই সদন বসু কর্তৃক দেওয়া কলকাতার গেস্ট হাউস আমাদের পুনরায় ফিরিয়ে দিতে হবে, সেকশন অফিসার দের পুরাতন বেতন কাঠামো পুনরায় চালু করতে হবে, কর্মক্ষেত্রে বারংবার কর্মীদের লাঞ্ছনা ও হেনস্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সকল দাবি-দাওয়া নিয়ে আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি।”