গাছের উপর ঝুলে ছিল ৮ ফুটের ময়াল সাপ, বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার

হিমাদ্রি মণ্ডল : রাতের অন্ধকারে গ্রামের জঙ্গলে গাছের উপর ঝুলেছিল ৮ ফুটের একটি বিশাল ময়াল সাপ। প্রথমে গাছে ঝুলন্ত অবস্থায় গ্রামবাসীরা সাপটিকে দেখতে পান। এরপর তারা তড়িঘড়ি থানায় এবং বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা গিয়ে বিশাল ওই ময়াল সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সদাইপুর থানার অন্তর্গত দুর্লভপুর গ্রামে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপর চুপ করে ঝুলে থাকতে দেখা গিয়েছিল ওই ময়াল (অজগর) সাপটিকে। আর এই খবর জানাজানি হতেই গ্রামের লোকেরা ঘটনাস্থলে এসে ভিড় জমান। তবে স্থানীয়দের সচেতনতাই ওই সাপটি সম্পর্কে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সদাইপুর থানা এবং চিনপাই বনদপ্তরে। চিনপাই বনদপ্তরের কর্মীরা খবর দেন সিউড়ি বনদপ্তরে।

সিউড়ি বনদপ্তরের আধিকারিকরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে অজয়পুর হাইস্কুলের শিক্ষক তথা জাতীয় ও বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে সঙ্গে নিয়ে ওই সাপটিকে উদ্ধারে বেরিয়ে পড়েন। এরপর ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় ওই বিশাল ময়াল সাপটি।

সাপটিকে উদ্ধার করার পরেই সেটিকে সিউড়ি বনদপ্তরে নিয়ে আসা হয়। সাপটির শারীরিক পরিস্থিতি সম্পর্কে দীনবন্ধু বিশ্বাস জানান, “সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এটি একটি স্ত্রী সাপ এবং এটি লম্বাই কম করে ৮ ফুট হবে। এর ওজন প্রায় ১০ কেজি। সাপটিকে সিউড়ি বনদপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়।”

এডিএফও বিজন কুমার নাথ জানান, “গতকাল রাতে আমাদের কাছে খবর আসে সদাইপুর থানার অন্তর্গত কচুজোড় স্টেশনের কাছে একটি ময়াল বা অজগর সাপ দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা আমাদের কর্মী পাঠিয়ে ওই সাপটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে সাপটি সুস্থ আছে বলেই মনে করা হচ্ছে। তা সত্ত্বেও এর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়ার বন্দোবস্ত করা হবে।”