বীরভূমের সমানতালে বাড়ছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে পড়েছে বীরভূমের মত প্রত্যন্ত জেলা। প্রতিদিন শয়ে শয়ে মানুষ এই জেলায় আক্রান্ত হয়ে পড়ছেন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। তবে তা সত্ত্বেও আমজনতার হুঁশ ফেরা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ করোনা ঠেকাতে রাজ্য সরকারের দ্বারা জারি করা আংশিক লকডাউনকে অমান্য করতে দেখা যাচ্ছে একাধিক এলাকায়।

শুক্রবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জেলার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নতুন করে করনা আক্রান্ত হয়েছেন ৮২২ জন। যাদের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ২০৭ জন এবং বীরভূম স্বাস্থ্য জেলায় রয়েছেন ৬১৫ জন। আক্রান্তের সংখ্যা লাগাতার বৃদ্ধির ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬০৮৩। যাদের মধ্যে ৯১৭৬ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলায় এবং ১৬ হাজার ৯০৭ জন রয়েছেন বীরভূম স্বাস্থ্য জেলায়।

পরিসংখ্যান অনুযায়ী বীরভূমে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ২৭৬ জন। এযাবত জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১৭৪১৫ জন। সুস্থ হয়ে ওঠাদের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ৬৬১১ জন এবং বীরভূম জেলায় রয়েছেন ১০৮০৪ জন।

[aaroporuntag]
অন্যদিকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে প্রাণ হারিয়েছেন ৭ জন। যাদের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ৩ জন এবং বীরভূম স্বাস্থ্য জেলায় রয়েছেন ৪ জন। এখনো পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৫। যার বেশির ভাগ অংশ রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে অর্থাৎ ১৪৪ জন এবং বীরভূম স্বাস্থ্য জেলায় ১০১ জন। বর্তমানে বীরভূমে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৩৪৩ জন।