বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ১

নিজস্ব প্রতিবেদন : করোনাতেই নাজেহাল। আর এর সাথে সাথে আবার থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বীরভূমেও থাবা বসিয়েছে এই ফাঙ্গাস। শুধু থাবা বসানোই নয়, ইতিমধ্যেই বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত প্রথম বৃদ্ধার প্রাণহানিও ঘটলো। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত দুজনের প্রাণহানি ঘটলো ব্ল্যাক ফাঙ্গাসের কারণে। পাশাপাশি বীরভূমেই আরও একজন আক্রান্ত ব্ল্যাক ফাঙ্গাসে।

জানা গিয়েছে, রামপুরহাটের ৯ নম্বর ওয়ার্ডের ৮৬ বছর বয়সী জামনাতোরা নামে এক বৃদ্ধা প্রথমে করোনা আক্রান্ত হন এবং পরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। ওই বৃদ্ধা রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকলেও তার কিডনি এবং ডায়াবেটিস সমস্যা থাকায় চিকিৎসায় সেভাবে সাড়া মিলল না। শনিবার সন্ধ্যায় ওই বৃদ্ধা প্রাণ হারালেন।

[aaroporuntag]
অন্যদিকে বীরভূমের আরও এক মহিলার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছে। নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়া মহিলা হলেন তৃপ্তি দত্ত, যিনি নলহাটির বাসিন্দা। চিকিৎসকদের থেকে জানা গিয়েছে, এই মহিলা প্রথমে করোনা আক্রান্ত হন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে হোম আইসোলেশনে থাকাকালীন চোখে মুখে কালো কালো দাগ লক্ষ্য করা যায়। সেই সময় তিনি বহরমপুরে ভর্তি হন এবং সেখান থেকে ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহ হওয়ায় তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। পরীক্ষার পর জানা যায় ওই মহিলার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। বর্তমানে তাঁর কলকাতা মেডিকেল কলেজেই চিকিৎসা চলছে।