নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রথম মেট্রো রেলের (Metro Rail) চাকা গড়িয়েছিল মহানগরী কলকাতায়। শতাব্দীর পর শতাব্দি ইতিহাসের পাতায় মহানগরী কলকাতার নাম এই কারণেই লেখা থাকবে। তবে এর পাশাপাশি আরও একটি পালক লাগতে চলেছে কলকাতার মুকুটে। সেটি হলো গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলাচল।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, আগামী রবিবার অর্থাৎ ৯ এপ্রিল গঙ্গার নিচ দিয়ে মেট্রো ট্রায়াল (Underwater Metro Trial) শুরু হবে। তবে আগামী ৯ এপ্রিল থেকে এই ট্রায়াল শুরু হচ্ছে না বলেই জানানো হয়েছে রেলের তরফ থেকে। আপাতত ট্রায়াল শুরু না হওয়ার ফলে ইতিহাস তৈরীর যে হাতছানি দিচ্ছিল তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, কবে ট্রায়াল শুরু হতে পারে।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “হুগলি নদীর নীচে ওই অংশে রবিবার ট্রায়াল রানের কোনও পরিকল্পনা নেই। সেদিন শুধুমাত্র (East West Metro) রেক চলাচল করবে।” তাহলে কবে থেকে শুরু হবে এই ট্রায়াল রান। এই বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে নির্দিষ্ট কোনদিনক্ষণ জানানো না হলেও খুব তাড়াতাড়ি তা চালু হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।
এই বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি গঙ্গার নিচ দিয়ে মেট্রো ট্রায়াল শুরু হবে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে যেদিনই ট্রায়াল রানের শুরু হোক না কেন সেই ট্রায়াল রানের সফলতার উপর ভিত্তি করেই ঠিক হবে কবে থেকে বাণিজ্যিকভাবে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হবে।
তবে যেদিন থেকেই ট্রায়াল রান শুরু হোক না কেন ট্রায়াল রান হওয়ার পর লাগে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল হতে আরও কিছু সময় লাগলেও এই মেট্রো যেমন গঙ্গার দুই তীরের শহরকে জুড়ে দেবে, ঠিক সেই রকমই ইতিহাস রচিত হবে মেট্রো পরিষেবায়।