বন্দে ভারতে ৬ ঘন্টায় পুরি, কবে চালু হচ্ছে নতুন ট্রেন, ভাড়া কত

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের যে সকল ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি তীর্থক্ষেত্র হল পুরি। জগন্নাথ দেব আর সমুদ্র সৈকতের টানে প্রতিদিন পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার পর্যটকদের উড়িষ্যা যেতে দেখা যায়। পর্যটকদের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে দেশে নবম এবং রাজ্যে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া থেকে পুরী।

নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস কবে চালু হবে এবং এর ভাড়া কত হবে তা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে ফেব্রুয়ারি মাসেই নতুন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরি আর পুরি থেকে হাওড়া যাতায়াত করবে। সাধারণ ট্রেনে যেখানে হাওড়া থেকে পুরী যাতায়াত করার ক্ষেত্রে প্রায় সাড়ে ৯ ঘন্টা সময় লাগে সেই জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে ৬ ঘন্টায়।

রাজ্যে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হিসাবে ফেব্রুয়ারি মাসে ট্রেনটি পথ চলা শুরু করার জন্য শুক্রবারে নতুন ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে পাঠানো হচ্ছে। যদিও কবে এই ট্রেনের যাত্রা শুরু হবে তা সম্পর্কে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সূচনা দেওয়া হয়নি।

বন্দে ভারত এক্সপ্রেস মানেই মানুষের মধ্যে আলাদা উৎসাহ দেখা যায়। ঠিক সেই রকমই হাওড়া পুরি যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে তা নিয়ে এখন থেকেই নানান কৌতুহল তৈরি হচ্ছে। সেই সকল কৌতূহলের মধ্যে টাইম টেবিল যেমন রয়েছে ঠিক সেই রকমই রয়েছে ভাড়া। ট্রেনের সূচনার দিন রেলের তরফ থেকে এখনো পর্যন্ত ঘোষণা যেমন করা হয়নি ঠিক সেইরকমই টাইম টেবিল ঘোষণা করা হয়নি। ভাড়া সম্পর্কেও সেরকম কিছু বলা হয়নি।

তবে হাওড়া থেকে পুরি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া সম্পর্কে যা অনুমান করা হচ্ছে তাতে, সিসি ভাড়া হতে পারে ১৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যে এবং এসি ভাড়া হতে পারে ২১০০ থেকে ২৩০০ টাকার মধ্যে। যদিও এই সকল প্রিমিয়াম ট্রেনে ভাড়া বাড়া কমা করতে দেখা যায়।