Low Pressure Rainfall: নিম্নচাপের বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই, কবে মিলবে মুক্তি জানালো আবহাওয়া দপ্তর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মুষলধারে বৃষ্টির পর ফের একটি নিম্নচাপ দানা বেঁধেছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টির (Low Pressure Rainfall) দেখা মিলেছে রাজ্যে। আর এই নিম্নচাপের প্রভাব এখনই কাটবে না বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি থেকে কবে মুক্তি মিলতে পারে তা জানালো আবহাওয়া দপ্তর।

Advertisements

বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়ার নিম্নচাপের প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরই সঙ্গে সঙ্গে বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোন কোন অংশে ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যে সকল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই সকল জেলাগুলিতে বুধবার থেকেই বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Advertisements

আরও পড়ুন : Special Trains: পুজোয় ঘুরতে যাওয়ার চিন্তা দূর করল রেল, পাহাড় থেকে সমুদ্র যেতে চলবে স্পেশাল ট্রেন

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ২৭ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা যেমন দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার। একইভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার কালিম্পং জেলায়। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভিত্তিতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতির মুখ দেখতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় শুক্রবার থেকে উন্নতি হলেও উত্তরবঙ্গের আবহাওয়া শুক্রবারও উন্নতির মুখ দেখবে না বলেই জানা যাচ্ছে।

Advertisements