Vande Bharat Sleeper: ২০২৫-এ রেল যাত্রীদের জন্য নতুন উপহার! আসছে ১০টি বন্দে ভারত স্লিপার, কোন রুটে চলবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Sleeper: রেল যাত্রীদের খুশির খবর শোনালো ভারতীয় রেল। আসন্ন নতুন বছরে চালু হতে চলেছে বহু প্রতিক্ষীত বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনগুলি। যা দূর-দূরান্তে ভ্রমণের জন্য দুর্দান্ত আরাম এবং সুবিধা দেবে। শুধু তাই না, আসন্ন এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির ইন্টেরিয়ার লুক, সুযোগ-সুবিধাও রয়েছে দেখার মতো। যা নিয়ে গর্ব করবে যাত্রীরা। কোন কোন রুটে চলবে এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি? কি কি সুযোগ-সুবিধা পাবে যাত্রীরা? কবে থেকেই বা চালু হবে? সমস্ত প্রশ্নের উত্তর দিল ভারতীয় রেল।

Advertisements

সূত্রের খবর আগামী ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে ১০টি নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন চালু করার পরিকল্পনা করছে ভারতীয় রেল। মূলত ২০২৫ সালে ভারতীয় রেলওয়ে রুটে এই ট্রেনগুলির পরীক্ষা-নিরীক্ষা এবং ট্রায়াল চালানোর সম্ভাবনা রয়েছে। যা জানিয়েছে চেনাই ICF-এর জেনারেল ম্যানেজার ইউ সুব্বা রাও। তিনি এও বলেছেন যে এই ট্রেনগুলি ১৫ই নভেম্বর থেকে ২ মাসের জন্য ট্রায়ালের পর বাণিজ্যিক পরিষেবায় দেওয়া হবে।

Advertisements

আরো পড়ুন: হাজার হাজার টাকার টিকিটের বন্দে ভারতে এ কী হাল! খাবার নিয়ে জঘন্য ব্যাপার

বিশেষভাবে তৈরি করা হয়েছে ভারতীয় রেলওয়েতে আসন্ন নতুন ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন। বিশেষত এই ট্রেনগুলিতে যাত্রীদের নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের দিকে নজর দিয়েই নির্মাণ করা হয়েছে। ট্রেনের ইন্টেরিয়ার ডিজাইনও রয়েছে বেশ আকর্ষণীয়। উচ্চমানের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়েছে এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি। যা আপৎকালীন পরিস্থিতিতে বিশেষ সুরক্ষা দেবে যাত্রীদের। মোট ৮২৩ জন যাত্রী সরবরাহ করার ক্ষমতা রয়েছে এই ট্রেনের। এছাড়াও এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলিতে রয়েছে প্রথম শ্রেণীর এসি, ২ টায়ার এসি, ৩ টায়ার এসি সহ অন্যান্য ক্লাস। BEML দ্বারা তৈরি এই ট্রেনগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে সরবরাহ করা হয়েছে।

Advertisements

আরো পড়ুন: ‘অমৃত ভারত ট্রেন’ খুব তাড়াতাড়ি চালু হচ্ছে এই রুটে, সুবিধা পাবে যাত্রীরা

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে ভারতীয় রেলওয়েতে চালু হতে চলা প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনগুলিতে যাত্রীদের জন্য বিশেষ বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। দূরপাল্লার ভ্রমণে বা রাতারাতি ভ্রমণে যাত্রীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করবে এই ট্রেন। এই বন্দে ভারত স্লিপারে রয়েছে ক্র্যাশ বাফার, কাপলার সহ অন্যান্য উন্নত বৈশিষ্ট্য। যা বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা দেবে যাত্রীদের। কোন কোন রুটে চলবে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি।

সূত্র মারফতে জানা গিয়েছে এখনো পর্যন্ত ভারতীয় রেলে নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন চালানোর কোনো রুট ঘোষণা করেনি। তবে ইতিমধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর জন্য অনেক রুট প্রস্তাবিত হয়েছে। তবে আশা করা হচ্ছে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি নতুন দিল্লি থেকে পুনে অথবা নতুন দিল্লি থেকে শ্রীনগরের মধ্যে চলাচল করতে পারে।

Advertisements