Asha Karmi Vacancy: বিবাহিতা, বিধবা, ডিভোর্সি মেয়েদের বিরাট সুযোগ, চাকরি দিচ্ছে পশ্চিম বর্ধমান প্রশাসন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Asha Karmi Vacancy: জিনিসপত্রের দাম দিনের পর দিন যেন বেড়েই চলেছে। আর এই চড়া গ্রামের বাজারে একার পক্ষে সংসার চালানো যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। তাই প্রতিটি ঘরেই কমবেশি মহিলারাও কাজে নিযুক্ত হচ্ছেন। মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে তাই পশ্চিম বর্ধমান জেলা এবার মহিলাদের জন্য আশাকর্মীতে কাজের (Asha Karmi Vacancy 2024) সুযোগ এনে দিয়েছে। কী কাজ? কীভাবে আবেদন করতে হবে? কবে, কোথায় জমা দিতে হবে?- তার সমস্ত কিছু তাদের প্রশাসনিক ওয়েবসাইটে মাধ্যমে জানা যাবে। প্রত্যেক আবেদনকারীকে সরাসরি আবেদন পত্রটি জমা দিতে হবে ১১ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

Advertisements
নিয়োগ করা হবে

পশ্চিম বর্ধমান জেলা সরকারি কাজে মহিলাদের নিযুক্ত করতে চলেছে

Advertisements
পদ

পশ্চিম বর্ধমানের ব্লক আশাকর্মী (Asha Karmi Vacancy) হিসেবে মহিলাদের নিযুক্ত করা হবে

Advertisements
শূন্যপদ

আপাতত ৬টি পথ খালি রয়েছে

আরো পড়ুন: হাওড়া স্টেশন নিয়ে নতুন পরিকল্পনা রেলের, যাত্রীরা পাবেন বাম্পার সুবিধা

কারা আবেদন যোগ্য?

বিবাহিতা/ বিধবা/ আদালত থেকে বিবাহবিচ্ছেদ সম্পন্ন মহিলারা আশা কর্মীর পদে আবেদনযোগ্য।

বয়সসীমা

যে সমস্ত মহিলা প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স অবশ্যই ৩০ থেকে ৪০ এর মধ্যে থাকতে হবে। তবে সংরক্ষিত বিভাগে মহিলা প্রার্থীদের বয়সের ছাড় থাকলে তা পাওয়া যাবে।

আরো পড়ুন: বাজেট ২৭৯১ কোটি টাকা! পশ্চিমবঙ্গ পেতে চলেছে নতুন দুটি জাতীয় সড়ক

যোগ্যতা
  • ইচ্ছুক মহিলা প্রার্থীদের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিম বর্ধমানের।
  • যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে ন্যূনতম দশম শ্রেণি পাশ থাকা আবশ্যক।
আবেদন পদ্ধতি
  1. ১) এই চাকরির জন্য কিভাবে আবেদন করবেন তা জানতে প্রথমেই আপনাকে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  2. ২) ওয়েবসাইটটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি হোমপেজ আসবে।
  3. ৩) হোমপেজে গেলে ‘রিক্রুটমেন্ট’ বলে একটি অপশন দেখতে পাবেন। এই ‘রিক্রুটমেন্ট’ অপশনে আশাকর্মী (Asha Karmi Vacancy) চাকরিটি সম্পর্কে সমস্ত খবরাখবর পাওয়া যাবে।
  4. ৪) এই অপশনটিতে আবেদন পত্রটি দেখতে পাবেন। আবেদনপত্রটিকে আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে।
  5. ৫) আবেদন পত্রটি প্রিন্ট আউট করার পর সম্পূর্ণ আসল তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ ১১ই ডিসেম্বরের মধ্যে সরাসরি জমা দিতে হবে।
Advertisements