Govt Employees: আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল হয়তো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত কাটবে। নিশ্চয়ই ভাবছেন কেন এরকম বলা হলো? আসলে দুটো সুখবর পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মীরা। নতুন বছর তাদের জন্য নতুন রকমের আশা নিয়ে আসতে চলেছে। তাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে যাবে ২০২৫ সালে। হয়তো সামনের বছর রাজ্যের সরকারি কর্মীদের বৃদ্ধি হতে পারে ডিএ। তার সঙ্গে আরও একটি বাড়তি সুখবর পেতে চলেছে সরকারি কর্মীরা। আজকের এই প্রতিবেদনেই সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
নতুন বছর নতুন আশার আলো নিয়ে আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের (Govt Employees) জন্য। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে বছরে শুরুতেই। ২০২৫ সালের শুরুতেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আজ। তাই বেতন বৃদ্ধির নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মীরা।
আরও পড়ুন: কেঁচো খুঁড়তে কেউটে! মাটি খুঁড়তে গিয়ে বাংলার বুকে প্রাচীন সুড়ঙ্গের হদিশ
চলতি বছরের শুরুতে ডিএ যদি বৃদ্ধি হয় তাহলে সরকারি কর্মচারীদের (Govt Employees) জন্য সোনায় সোহাগা। দীর্ঘদিন ধরে তারা ডিএ বৃদ্ধির জন্য দাবি জানিয়েছিল। অবশেষে তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। ২০২৪ সালের ১লা জানুয়ারি শেষ ডিএ বৃদ্ধি হয়েছিল সরকারি কর্মীদের। চলতি বছরের শুরুতে ৪ শতাংশ ডিএ ঘোষণা হয়েছিল। তারপর এপ্রিলে রাজ্য সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়। যদি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে মোট ১৪ শতাংশ হয় তাহলে অত্যন্ত সুখবর তাদের জন্য। এদিকে ২০২৫ সাল দুটো সুখবর আনতে চলেছে রাজ্য সরকারি কর্মীরাদের জন্য। জোড়া সুখবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যাবে কর্মীরা।
আরও পড়ুন: নষ্ট হবে না জায়গা, এবার জলের উপর সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হতে চলেছে বীরভূমে
আগামী বছর ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা এবং পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে হবে শুনানি। রাজ্য ২০২২ সালের নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করেছিল এবং সেই মামলা তখন থেকেই চলে আসছে। সম্প্রতি অনেকেই আশা করছি যে তাদের মামলায় জয় হবে। রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) জন্য আসতে চলেছে জোড়া সুখবর।
পাশাপাশি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য প্রকাশ করেছেন যে, ডিএ মামলার ১৪ তম শুনানি হবে আগামী ৭ জানুয়ারি। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আগামী বছর ভালো সময় শুরু হতে চলেছে। বিশেষজ্ঞরা এমনই মনে করছে এবং তারা পেতে পারে জোড়া সুখবর।