Kalyani AIIMS Recruitment: যত দিন যাচ্ছে ততই কম্পিটিশন বাড়ছে চাকরির পরীক্ষায়। ঠিকঠাক নিয়োগ না হওয়ায় বাড়ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর সংখ্যা। আর এই আবহে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য খুশির খবর শোনালো নদিয়া জেলা প্রশাসন। এক জাতীয় প্রকল্পে কর্মী নিয়োগের (Job News) জন্য বিজ্ঞপ্তির প্রকাশ করল জেলা প্রশাসন। কিভাবে নিয়োগ হবে? কি কি যোগ্যতা লাগবে এই চাকরিতে? কিভাবেই বা আবেদন করতে পারবেন? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ স্থান
নদিয়া জেলার কল্যাণীর এমস-এ নিয়োগ (Kalyani AIIMS Recruitment) করা হবে উত্তীর্ণ প্রার্থীকে।
পদের নাম
ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের পিয়ার সাপোর্ট পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে।
পদের সংখ্যা
নদিয়া জেলার এই প্রকল্পে শূন্য পদের সংখ্যা রয়েছে ১টি।
যোগ্যতা
পিয়ার সাপোর্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ। পাশাপাশি রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। কাজের জন্য স্থানীয় এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। এছাড়া যে প্রার্থীরা হেপাটাইটিস বি বা সি রোগমুক্ত রয়েছে তাদের এই চাকরিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আরো পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট চমক দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী; জানুন যাবতীয় খুঁটিনাটি
বয়ঃক্রম
উপরে উল্লেখিত চাকরিতে (Kalyani AIIMS Recruitment) আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ৪০ উর্দ্ধ প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে পারবেন না। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বিশেষ ছাড় থাকবে।
মাসিক বেতন
এই প্রকল্পে নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০ হাজার টাকা করে।
আরো পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট! ছুটির তালিকার সাথেই প্রকাশ্যে এলো DA বৃদ্ধির খবর
আবেদন প্রক্রিয়া
মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিযুক্ত করা হবে প্রার্থীকে। তাই এক্ষেত্রে আবেদনকারীদের আগে থেকে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্রসহ অন্যান্য নথিপত্র সহযোগে যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।
ইন্টারভিউয়ের তারিখ
হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের এই চাকরির (Kalyani AIIMS Recruitment) ইন্টারভিউ নেওয়া হবে ৫ই ডিসেম্বর সকাল ১০:৩০ থেকে।
ইন্টারভিউ স্থান
নদিয়ার প্রধান স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে ইন্টারভিউ নেওয়া হবে উপরে উল্লেখিত চাকরিতে আগ্রহী প্রার্থীদের। আরো বিস্তারিত জানতে হলে অনুসরণ করুন অফিসিয়াল ওয়েবসাইট।