Vaibhav Suryavanshi: বাবার কাছেই প্রথম ক্রিকেট শেখা, ১৩ বছর বয়সে আইপিএলে চান্স পেল কোটিপতি বৈভব

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Vaibhav Suryavanshi: প্রতিবছরের মতো আসন্ন ২০২৫ সালেও আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৫-এর আইপিএলের জন্য প্রতি দলের খেলোয়াড় কেনা-বেচার লড়াই। আর সেই খেলোয়াড় কেনাতেই আইপিএলের ইতিহাসে নজির গড়ল কনিষ্ঠতম ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। কত দরে কেনা হল বৈভবকে? কোন দলই বা কিনল? প্রসঙ্গত বিহারের কিশোল বৈভব আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত। নিলামের আগে থেকেই ক্রিকেটমহলে বেশ আলোচনা চলছিল তাকে নিয়ে। কারণ গত ১লা অক্টোবর অস্ট্রেলিয়ায় চলছিল বেসরকারি টেস্ট। আর সেখানে অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে ১০০ রান করে ১৩ বছরের বৈভব। যা অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ভারতের দ্রুততম শতরান।

Advertisements

আর সেখান থেকেই ক্রিকেটের আলোচনায় শিরোনামে উঠে আসে বৈভব (Vaibhav Suryavanshi)। তবে ২০২৫-এর আইপিএলে নিলামের তালিকায় নাম রয়েছে বৈভবের। এবারের সবথেকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ছিল তারই নাম। নিলামে ন্যূনতম ৩০ লাখ টাকা থেকে বৈভবের দর ঘোষণা করা হয়। নিলাম সঞ্চালিকা মল্লিকা সাগর দর ঘোষণা করার সাথে সাথেই বৈভবকে নেওয়ার জন্য আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। সাথে সাথে অপরদিকে আগ্রহ দেখায় রাজস্থান রয়্যালস। যে দলকে নেতৃত্ব দেন কোচ রাহুল দ্রাবিড়। আর তখনই শুরু হয় বৈভবকে দলে নেওয়ার চরম লড়াই।

Advertisements

আরো পড়ুন: ইসকন সাধুর গ্রেফতার ঘিরে উথাল-পাতাল বাংলাদেশ! হঠাৎ গ্রেফতারের কারণ কি

এই সময় ১৮ জনকে কেনা হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। ফলে দিল্লির হাতে ছিল ২ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে সেই সময় ১৬ জন ক্রিকেটার কিনেছিল রাজস্থান রয়্যালস। ফলে রাজস্থানের হাতে ছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। ফলস্বরূপ রাজস্থানের হাতে সেই মুহূর্তে বেশি টাকা থাকায় এই যুদ্ধে বৈভবকে ১ কোটি ১০ লাখ দাম দিয়ে জিতে যায় রাজস্থান রয়্যালস। আর সেই মুহূর্তেই আইপিএলে তৈরি হয় নতুন ইতিহাস। কে এই বৈভব? কিভাবেই বা তার ক্রিকেট জগতে আসা?

Advertisements

আরো পড়ুন: আজব কান্ড! হুবহু ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমাতে দেখা গেল ফুটবলারকে, ভাইরাল ভিডিও

২০২৫এর আইপিএলের রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বয়স ১৩ বছর ২৪৭ দিন। বাড়ি বিহারের তাজপুর গ্রামে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আকর্ষণ দেখা যায় বৈভবের। আর তা দেখে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ইচ্ছা হয় ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার। ৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করে বৈভব। তার প্রথম খেলার শিক্ষাগুরু হয় তার বাবা। বাড়ির পাশেই ছোট্ট একটু জায়গা পরিষ্কার করে ছেলেকে ক্রিকেট খেলা শেখায় বাবা সঞ্জীব। তারপর ৯ বছর বয়সে বৈভবকে ভর্তি করা হয় সমস্তিপুর ক্রিকেটার অ্যাকাডেমিতে। সেখানে আড়াই বছর ক্রিকেট শেখে বৈভব। তারপর ট্রায়ালের জন্য বৈভবকে পাঠানো হয় বিজয় মার্চেন্ট ট্রফি খেলাতে। সেখানেও দুর্দান্ত পারফর্ম করে বৈভব। কিন্তু বিহারের অনূর্ধ্ব ১৬ দলের নির্বাচকরা তার বয়স দেখে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন। আর তখনই বৈভবকে আরো ভালো খেলোয়ার তৈরি করার জন্য এগিয়ে আসে প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মণিশ ওঝা।

বৈভবের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ১২ বছর ২৮৪ দিনে। তবে এত কম বয়সেও খেলতে নামায় রেকর্ড গড়তে পারেনি বৈভব (Vaibhav Suryavanshi)। কারণ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় আলিমুদ্দিনের। রাজপুতানার প্রাক্তন ক্রিকেটার তিনি। ১৯৪২ থেকে ৪৩ সালে বরোদার বিরুদ্ধে আজমেরের ক্রিকেটারের রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল তার। সেই সময় তার বয়স ছিল ১২ বছর ৭২ দিন। এদিকে বৈভবের ক্রিকেট অভিষেকের সময় বয়স ১২ বছর ২৮৪ দিনের ছিলেন। ২১১ দিনের বড় হওয়ায় নজির গড়তে পারেনি বৈভব। তবে সেই সময় আলিমুদ্দিনও ক্রিকেট খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

Advertisements