Indian Railways : ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড। সমাজের যে কোন শ্রেণীর মানুষ সহজেই স্বল্প খরচে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন এই রেলের মাধ্যমে। দুর্ভোগ কিংবা কাছে ট্রেন যাত্রা নিরাপদ এবং সুরক্ষিত যাত্রা। এর থেকে আরামদায়ক যাত্রা আর কিছু হতে পারে না। দেশের পরিবহন ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ভারতীয় রেল। সারাদেশে যেন শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলব্যবস্থা। আজকের প্রতিবেদনে জানতে পারবেন বিস্তারিতভাবে ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
অবশেষে রেলযাত্রীরা পেতে চলেছে এক দুর্দান্ত সুখবর। সাধারণ মধ্যবিত্তরা রেলের যাত্রাকে সবথেকে বেশি পছন্দ করে। কারণ এটি সাশ্রয়ী এবং আরামদায়ক যাত্রা। আজকের প্রতিবেদনটি শুধুমাত্র তাদের জন্য যারা ভবিষ্যতে ট্রেনে (Indian Railways) করে যাওয়ার পরিকল্পনা করছেন। লেখাটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন তাহলে জানতে পারবেন অনেক অজানা তথ্য। আসলে সাধারণ যাত্রীদের কথা ভেবে একাধিক প্ল্যাটফর্ম ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে কোন স্টেশনে পাওয়া যাবে এই সুবিধা? তাহলে দেরি না করে চটপট পড়ে ফেলুন এই প্রতিবেদন।
রেলের মাধ্যমে জানা গেছে যে, সুরাট রেলওয়ে স্টেশনকে (Indian Railways) এমএমটিএইচ (মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব) হিসাবে উন্নত করার কাজ চলছে এবং সেই কারণেই বন্ধ থাকবে এই স্টেশনের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম ২ এবং ৩, ৭ ডিসেম্বর থেকে বন্ধ রাখা হবে। যাত্রীদের জন্য এই খবরটি আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এর ফলে, বর্তমানে সুরাটে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির অর্ধেকেরও বেশি উধনা স্টেশনে স্থানান্তরিত হবে। রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রায় ১৫ শতাংশ ট্রেন উধনা টার্মিনালে সরানো হবে।
আরো পড়ুন: Indian Railways: যাত্রীদের জন্য রেল নিয়ে আসলো দুর্দান্ত অফার, রেল বাজেটে আছে আরও ধামাকা
টানা ৯৮ দিন বন্ধ রাখা হবে এই প্ল্যাটফর্মগুলি কাজ। এখন সুরাট স্টেশনে ১৮০ টি ট্রেন থামে, তার পরিবর্তে ৮৩ টি উধনায় স্থানান্তরিত হবে, এবং ৬৬ টি সুরাটে পরিচালনা হবে। এছাড়া, সুরাট থেকে শুরু হওয়া কিংবা শেষ হওয়া ৩১টি ট্রেনকে উধনা দিয়ে চলবে। এমনকি প্ল্যাটফর্ম পরিবর্তন করা হবে প্রিমিয়াম ট্রেনগুলিরও। এমনকি সময়ের ব্যবধানও হ্রাস পাবে এরফলে।
কোন কোন কাজের জন্য বন্ধ থাকবে প্ল্যাটফর্ম ২ এবং ৩? এই প্ল্যাটফর্মগুলোতে (Indian Railways) হবে সিওপি ফাউন্ডেশন, ছাদ সংস্করণ, লিফট সহ বিভিন্ন ধরনের কাজ। এর আগে কাজ করানো হয়েছে সুরাট রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম ৪ এর। এর পাশাপাশি রাস্তা অ্যাক্সেস এবং পার্কিংয়ের সমস্যার জন্য বন্ধ প্ল্যাটফর্ম ৪।