বিভীষণের বাড়িতে খাবেন অমিত শাহ, মেনুতে কি থাকছে জানেন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক গুটি সাজাতে বৃহস্পতিবার বাংলাতে পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা ভোটের আগে অমিত শাহের এই বাংলা সফর অত্যন্ত তাৎপর্যমণ্ডিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

Advertisements

বৃহস্পতিবার সকালে বাঁকুড়া সফরের মধ্য দিয়ে শুরু হবে তার বাংলা সফর। সকালে বাঁকুড়া পৌঁছে তিনি ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া পুয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করবেন। এরপর তিনি চলে যাবেন বাঁকুড়া রবীন্দ্রভবনে। দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তার এই সফরে। দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করার পাশাপাশি তিনি যাবেন আদিবাসী অধ্যুষিত গ্রাম চতুরডিহি গ্রামে।

Advertisements

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে সাজো সাজো রব বাংলা তথা বাঁকুড়া জুড়ে। আর এই সফরে অমিত শাহ মধ্যাহ্নভোজন করবেন চতুরডিহি গ্রামের এক আদিবাসী পরিবারে। বিভীষণ হাঁসদা নামে এক আদিবাসীর বাড়িতে দুপুরের খাবার খাওয়ার পর পুনরায় সাংগঠনিক কাজে ফিরে আসবেন রবীন্দ্রভবনে। আর এই মধ্যাহ্নভোজন ঘিরেই তুমুল ব্যস্ততা শুরু হয়েছে বিভীষণ হাঁসদার বাড়িতে। নিরাপত্তারক্ষী থেকে পুলিশ এবং বিজেপি নেতা কর্মীদের তৎপরতায় বুধবার সকাল থেকেই চোখে পড়ার মতো।

Advertisements

তবে প্রশ্ন উঠছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিভীষণের বাড়িতে কি খাবেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুপুরের খাবার সম্পর্কে ওই পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আদিবাসী রীতি মেনে স্বরাষ্ট্রমন্ত্রীকে কলাপাতায় খেতে দেওয়া হবে। আর মেনুতে থাকছে গরম ভাত, ডাল, পোস্ত আর চাটনি। আর এই সামান্য মেনুতেই বিভীষণ পেট ভরাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

Advertisements