ফের সরগরম শুভেন্দু ইস্যু, এবার আসরে মুকুল রায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার শেষ নেই। প্রতিদিন নতুন নতুন জলঘোলা জল্পনাকে আরও বাড়িয়ে তুলছে। তবে এরই মাঝে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপ কিছুটা হলেও শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এবার এই শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে। আর মুকুল রায়ের মুখ খোলা যেন পরিস্থিতিকে আরও সরগরম করে দিলো।

Advertisements

শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মন্ত্রিত্ব পদ ছাড়াও অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে পদত্যাগ দিয়েছেন। এমনকি বেশ কিছু ক্ষেত্রে তাঁর দল তৃণমূল কড়া পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে। তবে দিন দিন দলের সাথে দূরত্ব বাড়লেও তিনি আগামী দিনে কি সিদ্ধান্ত নিতে চলেছেন অর্থাৎ তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তা এখন সকলের কাছেই অজানা। তিনি কি দলেই থাকবেন, নাকি নতুন কোন দল গঠন করবেন অথবা পদ্ম শিবির বা অন্যকোন শিবিরে পা রাখবেন তা কেউ ঠাওর করতে পারছেন না। তবে ঠাওর করতে না পারলেও বর্তমান পরিস্থিতিতে মুকুল রায় যা জানালেন তাতে জল্পনা বাড়লো বৈ কমলো না।

Advertisements

শুক্রবার সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুকুল রায় জানান, “শুভেন্দুকে নিয়ে যে টানাপোড়েন চলছে, তা আগামী দু-একদিনের মধ্যেই ইতি পড়বে। উনি তো মন্ত্রিসভা ছেড়েছেন। সময়ই বলবে কোন পথে পা বাড়াবেন।” কিন্তু তিনি কোন দিকে যাবেন এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, “তবে উনি বিজেপিতে যোগদান করবেন বলে আমি আশাবাদী।”

Advertisements

আর মুকুল রায়ের এহেন মন্তব্যের পর এই রাজনৈতিক মহলে জোর জল্পনা, ‘তাহলে কী কোথাও একটা সমঝোতা জায়গায় এসেছে!’ কারণ আগামী রবিবার পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। আর ঠিক তার দুদিন আগেই মুকুল রায়ের এহেন মন্তব্য বিতর্ক আরও উস্কে দিচ্ছে তা বলাই বাহুল্য।

Advertisements