১৯-২০ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রইলো সফর সূচি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসের প্রথমেই বাংলা সফর করে ফিরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। আর সেই সফরে রাজ্য রাজনীতি চরম সরগরম হওয়ার পর আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর রাজ্যে পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের এই সফর নিশ্চিত করা হয়েছে বিজেপি নেতাদের তরফ থেকে। যার পরেই রাজ্যের অধিকাংশ মানুষদের মধ্যে কৌতূহল এই দু’দিন তিনি কোন কোন জেলায় সফর করবেন।

Advertisements

প্রথমদিকে শোনা যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁ যেতে পারেন এমনটা। কিন্তু তার সফর সূচি থেকে সম্পর্কে জানা গিয়েছে আগামী ১৯ ডিসেম্বর তিনি মেদিনীপুর যাবেন। আর ২০ ডিসেম্বর বীরভূম সফরে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisements

মেদিনীপুর সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কৃষক সংগঠনের সাথে বৈঠক করার কথা রয়েছে। কৃষক সংগঠনের সাথে বৈঠক করার পাশাপাশি তিনি দলীয় সংগঠনের কার্যকলাপও খতিয়ে দেখবেন। জানা গিয়েছে তিন প্রশাসনিক তথা পাঁচ সাংগঠনিক জেলা মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, তমলুক ও কাঁথির গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুটি পর্যায়ে বৈঠক হবে মেদিনীপুরের স্পোর্টস কমপ্লেক্সে।

Advertisements

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ঐদিন যাবেন ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত হবিবপুরে এবং পরে যাবেন কর্ণগড় মন্দিরে। কর্ণগড় মন্দির ঐতিহাসিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কর্ণগড় থেকেই চুয়াড় বিদ্রোহের সূচনা করেছিলেন রানী শিরোমণি। সুতরাং অমিত শাহের সফরকালে এই দুই ঐতিহাসিক স্থান জায়গা পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পরদিন অর্থাৎ ২০ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম শান্তিনিকেতন এসে পৌঁছাবেন। সেখানে তাকে দিয়ে রোডশো এবং কর্মীদের সামনে বক্তব্য রাখার জন্য একটি সভার আয়োজন করার কথা ভাবছে রাজ্য বিজেপি। যা সম্পর্কে ইতিমধ্যেই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। এর পাশাপাশি ঐদিন অমিত শাহ সৌজন্যের খাতিরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও যেতে পারেন বলে জানা গিয়েছে।

Advertisements