নাম ঘোষণা হতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি, বক্তব্যই রাখলেন না অপমানিত মমতা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে শনিবার ভিক্টোরিয়ায় তারকাখচিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায় মোদি, মমতা ও ধনকরকে। তবে অনুষ্ঠানের মাঝেই তাল কাটে যখন বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়।

Advertisements

Advertisements

এদিন অনুষ্ঠান মঞ্চে সঙ্গীতানুষ্ঠানের পর বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। আর তার নাম ঘোষণা হওয়ার পর তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছেন বক্তব্য রাখার সময়, তখন দর্শকাসন থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

যার পড়ে মঞ্চে উঠে মাইক ধরলেও কয়েক মিনিটের বক্তব্যে তিনি আগুন ঝরাতে শুরু করেন। বলেন, “সরকারি অনুষ্ঠানের গুরুত্ব থাকা দরকার। এটা সরকারি অনুষ্ঠান। কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়। তবে কলকাতায় এই অনুষ্ঠান করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রালয়কে ধন্যবাদ জানাই। কিন্তু কাউকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করে তাকে অপমানিত করা শোভা দেয় না। এই ঘটনার প্রতিবাদে আমি আর কিছু বলবো না। জয় হিন্দ। জয় বাংলা।” এর পরেই তিনি মঞ্চ ছেড়ে নেমে যান।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে বক্তব্য রাখতে উঠলেও তা কিভাবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ভেসে আসে দর্শকাসন থেকে। তবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সঙ্গে সঙ্গে ‘জয় হিন্দ’ ধ্বনি তুলে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না রাখা নিয়ে তিনি কোনো রকম মন্তব্য করেননি।

Advertisements