নিজস্ব প্রতিবেদন : সকাল থেকেই কনকনে হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। ঘুম থেকে উঠেই এই আবহাওয়া দেখে মানুষের মধ্যে প্রশ্ন শীত সম্পর্কিত কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস? অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনভর এমনটাই চলবে। তাহলে তাপমাত্রা বাড়বে কবে?
শীতের ইনিংস যখন শেষ হতে চলল সেই শেষ ইনিংসে গত দিন তিনেক ধরে সকাল এবং সন্ধ্যায় কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। সকাল থেকে বেশ বেলা অব্দি এই কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই এই পরিস্থিতির বদল ঘটতে পারে। রবিবার দিনভর শীতের আমেজ থাকলেও সোমবার থেকে তাপমাত্রার পারদ চড়বে এবং আগামী দুই দিনের মধ্যে তা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
রবিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রী সেলসিয়াস, এমনটাই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। সোমবার থেকে এই এলাকায় তাপমাত্রার পারদ চড়বে বলেও জানানো হয়েছে। সকাল থেকে কুয়াশা দেখা গেলেও দিনের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার থেকে কুয়াশার কোন সম্ভাবনা নেই।
কনকনে হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গ pic.twitter.com/f4gYeAe7cJ
— BanglaXp Official (@BanglaXpBengali) January 24, 2021
শ্রীনিকেতন হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রী সেলসিয়াস। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। তবে মঙ্গলবার থেকে কুয়াশার দাপট থাকবে না এবং আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে।