নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছে বিশ্বের সবথেকে বিস্ময়কর প্ল্যাটফর্ম। কারণ এই সোশ্যাল মিডিয়াতেই প্রতিনিয়ত ভেসে উঠছে বিশ্বের বিস্ময়কর জিনিসগুলি। আর সেই সকল বিস্ময়কর জিনিসগুলি এই প্লাটফর্মে ভাইরাল হয়ে উঠতেই নজরে আসছে স্মার্টফোন ব্যবহারকারীদের। সম্প্রতি এমনই একটি ভাইরাল ভিডিও নজরে এসেছে যা দেখলে যে কোনো মানুষই ভ্রু কুঁচকোবেন। কারণ এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না বললেই চলে।
ডাঃ অজয়িতা সম্প্রতি এমনই একটি ভিডিও তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি আস্ত একটি মোটর বাইক মাথায় চাপিয়ে একাই বাসের ছাদে তুলছেন। তাকে সাহায্য করছেন বলতে কেউ নেই ধরে আছেন, আবার কেউ বাসের ছাদে চেপে আছেন বাইকটি ধরে নেওয়ার জন্য। কিন্তু ওই ব্যক্তি নিজের বাহুবলের জোরেই মাথায় করে মই বেয়ে একাই ছাদে তুলে দিচ্ছেন বাইকটি।
ওই ব্যক্তির কীর্তি দেখলে স্পষ্ট তিনি একজন প্রফেশনাল বাইক বাহক, যার পেশাই এমনটা। পাশাপাশি নিখুঁতভাবে বাইকটিকে বাসের ছাদে তুলে দেওয়ার ভিডিও দেখে এটাও বোঝা যায় যে তিনি এই কাজ দীর্ঘদিন ধরেই করে আসছেন। অভিজ্ঞতায় তার কোন খামতি নেই। কিন্তু নেটিজেনরা এমনটা দেখতে অভ্যস্ত নন। যে কারনেই ওই ব্যক্তির এমন কর্মকাণ্ড সহজেই নজর কেড়েছে তাদের।
India is absolutely incredible…so much strength in such a small frame! pic.twitter.com/zm4R5cjT4w
— Dr. Ajayita (@DoctorAjayita) January 22, 2021
নিজেদের বাহুবলী প্রদর্শন সিনে জগতে অনেক ক্ষেত্রেই নজরে আসে। কিন্তু তা বাস্তবের সাথে কখনো সাথ দেয় না। তবে নেটিজেনরা সম্প্রতি ওই ব্যক্তির কর্মকান্ড দেখে তাকে বাস্তবের বাহুবলী বলে আখ্যা দিয়েছেন। যদিও এই ভিডিওটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তার কোন বিবরণ মেলেনি আপলোডকারীর তরফ থেকে।